গত ১২ বছর ধরে ঘরের মাঠে ভারত কোনও সিরিজ হারেনি। এক দশকেরও বেশি সময় ধরে নিজেদের ঘরের মাঠে টিম ইন্ডিয়া আধিপত্য বিস্তার করে রেখেছে। সেই রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ এবার রোহিতদের সামনে। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। সেই সিরিজে কিন্তু কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে ভারত।
শেষ বার ২০১২ সালে অ্যালিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড দলের কাছে ভারত নিজেদের ঘরের মাটিতে পরাজিত হয়েছিল। তার পর থেকে টিম ইন্ডিয়া কিন্তু নিজেদের ঘরে অপরাজিত থাকার নজির ধরে রেখেছে।
শুধু তাই নয়। আরও ভালো করে বলতে হলে, ভারত এই ১২ বছরে ঘরের মাঠে মোট ৪৪টির মধ্যে মাত্র তিনটি টেস্ট হেরেছে। গত এক দশকের বেশি সময় ধরে ভারতের পরিসংখ্যান নিঃসন্দেহে বিস্ময়কর। আর ভারতের এই সাফল্যের পিছনে রয়েছে বেশ কিছু অনুঘটক। তার মধ্যে রয়েছে অনুকূল পিচ। যে পিচে বোলাররা জানেন কী ভাবে ট্র্যাকগুলিকে কাজে লাগাতে হয় এবং ব্যাটাররা রানের ফোয়ারা ছুটিয়ে থাকেন- এই বিষয়গুলি বেশ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে।
আরও পড়ুন: কারও দরজাই বন্ধ হয়নি- পূজারাদের আশ্বাস দিয়ে, রজত পতিদারকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন রোহিত
তবে সাম্প্রতিক বেশ কয়েক বছরে এই সাফল্যের পিছনে দু'জন প্লেয়ারের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ- অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। এই বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে অ্যাশ-জাড্ডু ডুয়েটই ভারতের বড় ভরসার জায়গা। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আবার ম্যাচ যত গড়াবে, বল তত ঘুরবে। স্পিনাররা বেশি সুবিধে পাবে।
হায়দরাবাদে ম্যাচটি ঘিরে ইংল্যান্ডও নিজেদের তৈরি রাখছে। প্রথম টেস্ট থেকেই তারা ভারতকে চাপে ফেলে দিতে চায়। মোদ্দা কথা, এই টেস্ট সিরিজ ঘিরে উত্তেজনা কিন্তু তুঙ্গে থাকবে।
এখন বিস্তারিত ভাবে জেনে নিন, ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টটি কখন, কোথায় দেখা যাবে, লাইভ স্ট্রিমিং-ই বা কী ভাবে দেখা যাবে:
আরও পড়ুন: আমি মনে করি না, আমরা অপরাজেয়- পুরনো রেকর্ড ভুলে, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্ক রোহিত
ভারত বনাম ইংল্যান্ড, প্রথম টেস্ট কবে খেলা হবে?
দুই দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি থেকে। ভারতীয় সময়ে সকাল সাড়ে ন'টা থেকে শুরু হবে এই ম্যাচ।
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট কোথায় খেলা হবে?
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কোন টেলিভিশন চ্যানেল ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি দেখাবে?
দুই দলের মধ্যে টেস্ট সিরিজের সব ম্যাচই ভারতে সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক।
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টটি কোথায় বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
জিও সিনেমা (JioCinema) অ্যাপ এবং ওয়েবসাইটে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।