ভাইজ্যাগে দ্বিতীয় টেস্ট চার দিনেই শেষ হয়ে হয়ে গিয়েছে। সোমবারই ভারত ১০৬ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। পরের টেস্টটি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে। মাঝে ১০ দিনের লম্বা বিরতি। আর এই লম্বা বিরতি পুরোপুরি কাজে লাগাতে চায় ইংল্যান্ড দল। যে কারণে তারা আবুধাবিতে ফের শিবির করবে। এই সিরিজ শুরুর আগে সেখানেই শিবির করেছিলেন বেন স্টোকসরা। বিরতিতেও ভারতের বদলে সেখানেই ঘাঁটি গাড়ছে ইংল্যান্ড শিবির।
কিন্তু হঠাৎ করে ইংল্যান্ড টিম ফের আবুধাবিতেই উড়ে যাচ্ছে কেন? আসলে তারা চাইছে, দ্বিতীয় টেস্টে হারের ধাক্কা সামলে, এই ১০ দিনের বিরতিতে সবচেয়ে বেশি ভাবে সুযোগের সদ্ব্যবহার করতে এবং গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টের আগে নিজেদের নতুন করে মোটিভেট করতে। আসলে হায়দরাবাদে ১৯০ রানে পিছিয়ে থাকার পরেও ২৮ রানে বড় জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় টেস্টেই তারা মুখ থুবড়ে পড়ে।
আরও পড়ুন: এক টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে বড় নজির উইলিয়ামসনের,একটুর জন্য ছোঁয়া হল না সচিনের রেকর্ড
অনুশীলন ম্যাচের জন্য উপমহাদেশে যাওয়ার পরিবর্তে, আবুধাবিতে একটি বিস্তৃত কন্ডিশনিং ক্যাম্পের মাধ্যমে ইংল্যান্ড নিজেদের নতুন করে মাজাঘষা করে নিতে চায়। ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে তারা প্রত্যাবর্তন করতে মরিয়া হয়ে রয়েছে। প্রসঙ্গত, সিরিজ শুরুর আগে আবুধাবি ক্যাম্পের সময়ে ভারতীয় স্পিনারদের মোকাবিলা করার উপায় নিয়ে অনেক কাজ করেছে ইংল্যান্ড টিম।
এদিকে ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় ভাইরাসে আক্রান্ত হয়েছেন, দলের একটি সূত্র বলেছে যে, এটি একটি ‘ভাইরাল সংক্রমণ, খাদ্য সম্পর্কিত কিছু নয়’ বলে মনে হচ্ছে। ইংল্যান্ড দলের সূত্রের মতে, টপ-অর্ডার ব্যাটার অলি পোপ, বাঁহাতি স্পিনার টম হার্টলি, কিপার-ব্যাটার বেন ফোকস এবং বাঁহাতি টুইকার জ্যাক লিচ (যিনি বাঁ-হাঁটুর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি) আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: তৃতীয় টেস্ট থেকে কোহলিকে পাওয়া যাবে? সবচেয়ে বড় জল্পনা নিয়ে মুখ খুললেন দ্রাবিড়
যাইহোক বিশাখাপত্তনমে সাড়ে তিন দিনে শেষ হয়ে গিয়েছে টেস্ট। ১০৬ রানের বড় ব্যবধানে জিতেছেন রোহিত শর্মারা। জয়ের জন্য ৩৯৯ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কিন্তু ২৯২ রানে শেষ হয় স্টোকসদের দ্বিতীয় ইনিংস। চতুর্থ দিন চা-পানের বিরতির আগেই অলআউট হয়ে ইংল্যান্ড। খেল খতম হয়ে যায় ব্রিটিশ টিমের। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের দ্বিশতরান দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিল। ৩৯৬ রান করেছিল ভারত। তার মধ্যে একাই ২০৯ রান করেছিলেন যশস্বী।
অন্যদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে ভারতকে বড় লিড নিতে সাহায্য করেছিলেন জসপ্রীত বুমরাহ। ভারতের তারকা পেসারের দাপটে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১৪৩ রানের লিড পেয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ভারতকে আড়াইশো রানের গণ্ডি পার করতে সাহায্য করেন শুভমন গিল। তাঁর ১০৪ রানের হাত ধরে ২৫৫ রান করে ভারত। সব মিলিয়ে ইংল্যান্ডের সামনে ৩৯৯ রানের লক্ষ্য রাখে ভারত।
রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ১ উইকেটে ৬৭ রান ছিল ইংল্যান্ডের। সোমবার মধ্যাহ্নভোজের বিরতির আগেই পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। লাঞ্চে ৬ উইকেট হারিয়ে স্কোর ছিল ১৯৪। আবারও ব্যাজবলই কাল হল স্টোকসদের। দ্রুত রান তুলতে গিয়ে প্রথম সেশনেই পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২৯২ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।