England Wicket-Keeper Ben Foakes Crashes: শুরু হয়েগিয়েছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচে ইতিমধ্যেই ইংল্যান্ড দলকে ব্যাকফুটে দেখা যাচ্ছে। এই ম্যাচের প্রথম দিনে অল্পের জন্য রক্ষা পেলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস। যদি একটু এদিক ওদিক হলেই বড় চোট পেতেন তিনি। আসলে ভারতীয় ইনিংসের সময় অল্পের জন্য চোট থেকে রক্ষা পান ফোকস। বল ধরতে গিয়ে বড় ভুল করে বসেছিলেন তিনি। সেই সময়ে স্টাম্পের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। তবে এই ঘটনার পরে দলের খেলোয়াড়দের হাসতে দেখা যায়।
হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ইংল্যান্ড দল বেন ফকসকে উইকেটরক্ষক হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় ইনিংসের সময় বেন ফকস বল ধরতে গিয়ে স্টাম্পের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। অল্পের জন্য তিনি আঘাত থেকে রক্ষা পান। বেন ওঠার পর ইংল্যান্ডের খেলোয়াড়দের হাসতে দেখা যায় এবং বেন নিজেও হাসতে থাকেন। তবে যদি কোনও ভুল হত তাহলে বড় বিদের সম্মুখীন হতেন বেন ফোকস। যাই হোক অল্পের জন্য রক্ষা পান তিনি। এই সময়ে তাঁর এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারে মার্ক উডের বলে ফ্লিক করে খাতা খুললেন রোহিত শর্মা। অলি পোপ উইকেটরক্ষকের দিকে বলটি ছুঁড়ে দেন কিন্তু ফকস, বলটি সঠিকভাবে ধরার চেষ্টায় স্টাম্প উপেক্ষা করে সোজা স্টাম্পের দিকে চলে যান। এবং স্টাম্পকে নিয়ে মাটিতে আছড়ে পড়েন।
ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। বেন স্টোকস ছাড়া, ইংল্যান্ডের বেশিরভাগ ব্যাটসম্যানকে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে। বোলাররাও হতাশ। যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের স্পিনারদের প্রচণ্ডভাবে মারধর করেন এবং যতক্ষণ পর্যন্ত অধিনায়ক রোহিত শর্মা ক্রিজে ছিলেন, তিনি ইংল্যান্ডকে অন্য প্রান্ত থেকেও বিশ্রাম নেওয়ার সুযোগ দেননি।
ম্যাচের কথা বললে হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড দল প্রথম ইনিংসে মাত্র ২৪৬ রানে গুটিয়ে যায়। জবাবে প্রথম দিনে ভারত শক্তিশালী শুরু করে এবং এক উইকেট হারিয়ে ১১৯ রান করে। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলায় ৫০ ওভারের শেষে তিন উইকেট হারিয়ে ২২২ রান তুলেছে ভারত। যশস্বী ও শুভমন ইতিমধ্যেই সাজঘরে ফিরেছেন। এখনও পর্যন্ত ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে রেখেছে ভার। ইতিমধ্যেই অর্ধশতরান করেছে কেএল রাহুল।