বাংলা নিউজ > ক্রিকেট > INDW vs AUSW Test: জুটিতে রেকর্ড গড়লেন দীপ্তি-পূজা! অজিদের বিরুদ্ধে ৪০০ পেরিয়ে থামল ভারত

INDW vs AUSW Test: জুটিতে রেকর্ড গড়লেন দীপ্তি-পূজা! অজিদের বিরুদ্ধে ৪০০ পেরিয়ে থামল ভারত

জুটিতে ইতিহাস গড়লেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার (ছবি:BCCI Women-X)

Deepti Sharma and Pooja Vastrakar partnership: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস গড়লেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে, অষ্টম উইকেটে ২৬৬ বলে ১২২ রানের জুটি গড়েন তাঁরা। এটি ভারতীয় মহিলাদের টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে  সর্বোচ্চ রানের জুটি।

Deepti Sharma and Pooja Vastrakar Record Partnership: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিহাস গড়লেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে, অষ্টম উইকেটে ২৬৬ বলে ১২২ রানের জুটি গড়েন তাঁরা। এটি মহিলাদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তবে ভারতের মহিলা ক্রিকেটে অষ্টম উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি।

আসলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দল একে অপরের মুখোমুখি হয়েছে। আজ শনিবার অর্থাৎ ২৩ ডিসেম্বর এই ম্যাচের তৃতীয় দিন। তৃতীয় দিনের শুরুতে ভারত এই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে এবং টিম ইন্ডিয়া প্রথম ইনিংসের ভিত্তিতে ১৮৭ রানের লিড নিয়েছে। ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা চলছে। ভারতীয় দল ম্যাচের প্রথম ইনিংসে ১২৬.৩ ওভার খেলে ৪০৬ রানে সব উইকেট হারায়। দিনের শুরুতে ৩৭৬/৭ রানে খেলতে নেমেছিল ভারতীয় মহিলা দল। একান থেকে খেলতে নেমে ভারতীয় দল এদিন ৪০৬ রান করে। এর ফলে ভারত প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড পায়। এখন অস্ট্রেলিয়া দল ব্যাট করতে নেমেছে। যদি ক্যাঙ্গারু দল ১৮৭ রানের আগেই আউট হয়ে যায় তাহলে ভারত এই ম্যাচেও ইনিংস জিততে পারে।

এ দিন দিনের প্রথম ধাক্কা খায় ১২২.৬ ওভারে। পূজা বস্ত্রকারের রূপে ইনিংসের অষ্টম হারায় ভারত। ১২৬ বল খেলে ৪৭ রান করে আউট হন পূজা। মাত্র তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন তিনি। ভরতীয় দল দিনের দ্বিতীয় ধাক্কা খায় দীপ্তি শর্মার রূপে। ইনিংসের নবম উইকেট হারানোর সময়ে ভারতের স্কোর ছিল ১২৫.৫ ওভারে ৪০২ রান। ১৭১ বলে ৭৮ রান করার পর কিম গার্থের বলে বোল্ড হন দীপ্তি শর্মা। ভারতের শেষ উইকেটের পতন হয় রেণুকা ঠাকুরের রূপে। তিনি ৮ রান করে সাজঘরে ফিরে যান। তাঁকে আউট করেন সাউদারল্যান্ড।

হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দলের স্কোর ছিল দুই দিনের খেলার পর ৩৭৬/৭ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস শেষ হয়েছিল ২১৯ রানে। এইভাবে, ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। এরপরে যদি ভারতীয় দল অস্ট্রেলিয়া তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে দলটির সামনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারানোর সুযোগ থাকবে। এখন দেখার খেলার তৃতীয় দিনে ম্যাচ কোন দিকে মোড় নেয়।

ক্রিকেট খবর

Latest News

দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় নির্যাতিতাকে সরাসরি হুমকি দিয়েছিলেন সন্দীপ: রিপোর্ট বন্যার্তদের পাশে জুনিয়র ডাক্তাররা, তুলে দেওয়া হচ্ছে খাবার-জল! ছবি দিলেন কিঞ্জল IND vs BAN 1st Test Day 3 Live: ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্টের ৩য় দিনের খেলা শুরু মোদীর US সফরের আগে ভারত সরকারের নামে সেদেশে মামলা পান্নুনের, পঞ্জাবে তৎপর NIA অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে হতে পারে স্মৃতিশক্তি নষ্ট, বলছে গবেষণা IND vs BAN: অফ-স্পিনে ৩৯ বার আউট! কোহলিকে রোগ সারানোর কড়া দাওয়াই শাস্ত্রীর মলদ্বীপকে ৮৩৪ কোটি টাকার 'স্বস্তি' ভারতের, সাহায্যে আপ্লুত মুইজ্জুর সরকার India Under-19 বনাম Australia Under-19 ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা,‘যতই আসুক বৃষ্টি ঝড়…’ গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন শ্রীলঙ্কায়, কেন দ্বীপরাষ্ট্রের ভোটে নজর ভারতের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.