শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলের মরশুমটা খুব একটা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। মরশুম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজির তরফে অধিনায়কত্বের বদল আনা হয়। পাঁচ বারের শিরোপাজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। তবে আশা মতো ফল এখনও পর্যন্ত করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স দল।
এই মুহূর্তে প্লে অফের লড়াইতেও তারা বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। ফলে দলের উপরে তো বটেই, চাপ বাড়ছে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার উপরেও। তবে তা নিয়ে যে তিনি একেবারেই বিচলিত নন তা বোঝা গেল তাঁর কথাতেই। তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন, ‘সমর্থকদের প্রত্যাশায় আমি একেবারেই বিচলিত না।’
প্রসঙ্গত এই মরশুমের আগের দুই মরশুম হার্দিক পান্ডিয়া ছিলেন গুজরাট টাইটানস দলে। তাঁর নেতৃত্বেই গুজরাট অভিষেক মরশুমেই চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় মরশুমেও তারা ফাইনালে ওঠে। যদিও সেবার ফাইনালে তাদের হারতে হয়েছিল সিএসকের কাছে।
এরপরেই নিলামের আগে হার্দিককে ট্রেডিংয়ের মধ্যে দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তারপর রোহিতের বদলে অধিনায়কত্বের দায়িত্বও তুলে দেওয়া হয় তাঁর কাঁধে। তবে এখনও পর্যন্ত দলীয় বা ব্যক্তিগত পারফরম্যান্স কোন কিছুতেই তেমনভাবে ছাপ ফেলতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স বা হার্দিক কেউই। তাঁর মতে দর্শকদের প্রত্যাশার পাশাপাশি তাদের কটাক্ষ তাঁর চোয়ালকে আরো শক্ত করে ভালো পারফরম্যান্স করতে।
আরও পড়ুন:- IPL 2024: ১০০ ম্যাচ, ২০০ উইকেট, ১০০০ রান, RR vs MI ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোন তিন তারকার
স্টার স্পোর্টসে 'ক্যাপ্টেন স্পিকস' নামক এক অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, 'আমার কাছে চ্যালেঞ্জ মানেই তা মজার বিষয়। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই চ্যালেঞ্জ মানে আমি কী বোঝাতে চাইছি। আমি একটা কথাই বলব তা হল চ্যালেঞ্জ মানে আমি বোঝাতে চাইছি ফ্র্যাঞ্চাইজির আপনার প্রতি প্রত্যাশার চ্যালেঞ্জ। সমর্থকদের আপনার থেকে প্রত্যাশার চ্যালেঞ্জ। আর সত্যি বলতে আমি এটা বলব যে এই সমর্থকদের প্রত্যাশার যে চ্যালেঞ্জ, তা আমাকে ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে। তা আমাকে কখনও বিব্রত করে না। আমার জীবন যদি ব্যস্ত থাকে, আমি যদি একটু চাপে থাকি তাহলে আমি বুঝব আমি প্রোডাক্টিভ কিছু করছি।'