চলতি আইপিএল-এ যেই দল চার-ছক্কার ঝড় তুলেছে এবং পাওয়ার প্লে হোক বা প্রথম উইকেটের জুটিতে রান করা, সবক্ষেত্রেই রেকর্ড গড়ে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ তিনবার ২৬৫ রানের বেশি তুলে প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে তারা। ট্র্যাভিস হেড-অভিষেক শর্মার ঝড় থেকে প্যাট কামিন্সের বোলিং সব মিলিয়ে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের মার্কশিট।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ৭ ম্যাচের ফলাফল:-
১) কলকাতার ইডেন গার্ডেন্সে KKR-এর কাছে ৪ রানে হার
২) মুম্বইয়ে MI এর বিরুদ্ধে ৩১ রানে জয়
৩) আমদাবাদে GT-র বিরুদ্ধে ৭ উইকেটে হার
৪) হায়দরাবাদে CSK-র বিরুদ্ধে ৬ উইকেটে জয়
৫) পঞ্জাবে PBKS-র বিরুদ্ধে ২ রানে জয়
৬) বেঙ্গাুরুে RCB-র বিরুদ্ধে ২৫ রানে জয়
৭) দিল্লিতে DC-র বিরুদ্ধে ৬৭ রানে জয়
প্রথম ৭ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সেরা পাঁচ ব্যাটার:-
১) ট্র্যাভিস হেড- ৬ ম্যাচে করেছে ৩২৪ রান
২) এনরিখ ক্লাসেন- ৭ ম্যাচে করেছে ২৬৮ রান
৩) অভিষেক শর্মা- ৭ ম্যাচে করেছে ২৫৭ রান
৪) এইডেন মার্করাম- ৭ ম্যাচে করেছে ১৬০ রান
৫) শাহবাজ আহমেদ- ৭ ম্যাচে করেছে ১২৯ রান
প্রথম ৭ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সেরা পাঁচ বোলার:-
১) টি নটরাজন- ৫ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট
২) প্য়াট কামিন্স -৭ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট
৩) মায়াঙ্ক মারকাণ্ডে- ৬ ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট
৪) ভুবনেশ্বর কুমার- ৭ ম্যাচে শিকার করেছেন ৪ উইকেট
৫) জয়দেব উনাদকাট- ৫ ম্যাচে শিকার করেছেন ৪ উইকেট
লিগের প্রথমার্ধে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের ৫টি কারণ:-
১) এখনও পর্যন্ত সাতটি ম্য়াচ খেলেছে, যার মধ্যে তিনবার ২৫০ উপর রান করেছে এবং দুবার ২০০ বা তার বেশি রান করেছে।
২) সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডারের ব্যাটিং লাইন আপের শক্তি, প্রতিপক্ষ যে কোনও দলের বোলিংকে ভয় ধরিয়ে দিতে পারে।
৩) ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটিতেই অনেকটা এগিয়ে যাচ্ছে SRH. আসলে পাওয়ার প্লেতে প্রতিপক্ষ বোলংয়ের কোমর ভেঙে দিচ্ছে তারা। প্রথম থেকেই চার-ছক্কার ঝড় তুলছে তারা।
৪) এরপরে ক্লাসেন, মার্করামরা বড় শট মারছেন ও রাের গতিকে কমতে দিচ্ছেন না। খোলা মনে ব্য়াটিং করেই প্রতিপক্ষকে চাপে রাখছে সানরাইজার্স হায়দরাবাদ।
৫) এখনও পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের সাফল্যের আসল কারণ হল তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ।
সানরাইজার্স হায়দরাবাদের চিন্তার কারণ কী কী:-
১) দলে প্যাট কামিন্সের মতো বোলাররা থাকলেও ভালো বোলারের অভাব রয়েছে দলে।
২) প্য়াট কামিন্স বল হাতে এখনও সেভাবে সফল হতে পারেননি। দলে সফল হওয়া দক্ষ স্পিনারেরও অভাব রয়েছে। ফলে ২০০-র উপর রান করলেও প্রতিপক্ষ দল সেটাকে চেস করার চেষ্টা করছে ও অনেকটাই এগিয়ে যাচ্ছে।
৩) টপ অর্ডার কোনও ভাবে ব্যর্থ হলে মিডিল অর্ডার সেভাবে রানের গতি বাড়াতে পারছে না এবং সেই সময়ে দল চাপে পড়তে পারে।
৪) এখনও রাজস্থান, চেন্নাই, মুম্বই, লখনউয়ের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে। এটা হায়দরাবাদের কাছে চাপ হতে পারে।
আরও পড়ুন… IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, দেখে নিন এগিয়ে কারা
সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট তালিকার কোথায় অবস্থান করছে-
সাত ম্যাচের শেষ তারা এখনও পর্যন্ত পাঁচটি ম্য়াচ জিতেছে। এছাড়াও ২টি ম্য়াচ হেরেছে তারা। এরফলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। নেট রান রেটের বিচারে তাদের পকেটে রয়েছে +০.৯১৪ পয়েন্ট।
সানরাইজার্স হায়দরাবাদের কাদের সঙ্গে ম্য়াচ বাকি রয়েছে-
১) ২৫ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু RCB
২) ২৮ এপ্রিল- চেন্নাই সুপার কিংস CSK
৩) ২ মে- রাজস্থান রয়্য়ালস RR
৪) ৬ মে- মুম্বই ইন্ডিয়ান্স MI
৫) ৮ মে- লখনউ সুপার জায়ান্টস LSG
৬) ১৬ মে- গুজরাট টাইটানস GT
৭) ১৯ মে- পঞ্জাব কিংস PBKS