সানরাইজার্স হায়দরাবাদের পেস সেনসেশন এই আইপিএলে বড় প্রাপ্তি। শুধু যে তিনি ১৫০-এর বেশি গতিতে বল করেন, তা নয়। তাঁর উইকেট নেওয়ার ক্ষমতাও রয়েছে। এই মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৪টি ম্যাচে ৯.০৩ ইকোনমিরেটে ২২ উইকেট নিয়েছেন তিনি।
আইপিএলে ভালো খেলার সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন অর্শদীপ সিং, উমরান মালিকরা। তারপরই উমরানের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপন করেন ইরফান পাঠান। টুইটারে সেই ছবিও পোস্ট করেন। তা নিয়েই তোপের মুখে পড়লেন উমরানদের মেন্টর।
সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও ছেলের ছবি শেয়ার করেছেন কেন উইলিয়ামসন। এরপর থেকে ভক্ত থেকে ক্রিকেটার সকলেই তাকে অভিনন্দন জানাচ্ছেন। মিস্টার আইপিএল সুরেশ রায়না থেকে শুরু করে গুজরাট টাইটানসের সহ-অধিনায়ক রশিদ খান সকলেই তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
উমরানের দ্রত গতির বল মায়াঙ্কের পাঁজরে লাগে। এই বলের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৪৩ কিলেমিটার। বল মায়াঙ্কের পাঁজরে আঘাতের পর তিনি মাঠেই শুয়ে পড়েন। মাঠের মধ্যে তাকে ব্যাথায় ছটফট করতে দেখা যায় এবং এই কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। যখন মাঠে মায়াঙ্কের চিকিৎসা চলছিল তখন ব্যাথায় চোখ বুজে নিচ্ছিলেন মায়াঙ্ক।
শিখর ধাওয়ান আইপিএল-এ এখনও পর্যন্ত ৭০০টি চার মেরে প্রথম খেলোয়াড় হয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন। শুধু তাই নয়, এখনও পর্যন্ত কোনও ব্যাটসম্যানই এই লিগে ৬০০টি চার মারতে পারেননি, তবে ধাওয়ানের চারের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।
রাহুল ত্রিপাঠির ব্যাটিং-এর প্রশংসা করেছিলেন ম্যাথু হেডেন। তিনি বলেন, ‘আমি তার কঠোর পরিশ্রম করার ক্ষমতা পছন্দ করি। ত্রিপাঠী যেভাবে বলকে কঠিনভাবে আঘাত করার দায়িত্ব নিচ্ছেন তা দুর্দান্ত। আমার মনে হয় ভবিষ্যতে তার আন্তর্জাতিক খেলার সম্ভাবনা রয়েছে।’