বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। তাদের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরো মরশুম থেকেই ছিটকে হেলেন হাসারাঙ্গা। গোড়ালির চোটে ভুগছিলেন হাসারাঙ্গা। এই চোটের কারণেই ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার।
রবিবার এই বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি'সিলভা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে এই ২০২৪ মরশুমের জন্য আর রিটেন করেনি। হাসারাঙ্গাকে ছেড়ে দেওয়ার পর ২০২৩ ডিসেম্বরের নিলামে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকায় কিনে নেয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল যে, আইপিএল শুরুর পর এক সপ্তাহ মতো হাসরাঙ্গাকে পাওয়া যাবে না। তবে এখন জানা গিয়েছে, চোট বেশ গুরুতর। যে কারণে ২০২৪ আইপিএলেই খেলা হবে না তাঁর। হাসারাঙ্গা সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে সাদা-বলের সিরিজে অংশ নিয়েছিলেন। কিন্তু ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তিনি মারাত্মক ব্যথা নিয়েই সাদা-বলের সিরিজে খেলেছিলেন।
আরও পড়ুন: ম্যাচের রং বদলালেন মায়াঙ্ক-মহসিন, জয়ে ফিরল পুরানের লখনউ, পরপর দুই ম্যাচ হেরে চাপে পঞ্জাব
সীমিত ওভারের ফরম্যাটে যে ছ'টি ম্যাচ খেলেছেন হাসরাঙ্গা, তাতে তিনি আট উইকেট নিয়েছেন। তার মধ্যে ছ'টি উইকেট নিয়েছেন ওয়ানডে সিরিজে এবং দু'টি নিয়েছে টি-টোয়েন্টিতে।
শ্রীলঙ্কার সিইও অ্যাশলে ডি'সিলভা সানডে টাইমসকে বলেছেন, ‘হাসারাঙ্গা আইপিএলে অংশ নিতে পারবেন না। কারণ পডিয়াট্রিস্টের সঙ্গে দেখা করার পরে, তাঁকে রিহ্যাব করার পরামর্শ দেওয়া হয়েছে।। গোড়ালি এখনও ফুলে রয়েছে। তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ইঞ্জেকশন নিয়ে খেলেছিলেন। তবে এখন তিনি বিশ্বকাপের আগে এই সমস্যাটির সমাধান করার সিদ্ধান্ত নিয়েছেন। যে কারণে তিনি এই বছরের আইপিএল এড়িয়ে যেতে চাইছেন। সেই বিষয়ে আমাদের ইতিমধ্যে জানিয়েছেন।’
আরও পড়ুন: PBKS-কে হারিয়ে লাস্টবয় থেকে একেবারে পাঁচে লাফ দিল LSG, পতন হল শিখরদের, দশ নম্বর দল এখন মুম্বই
হাসারাঙ্গার ম্যানেজার সম্প্রতি জানিয়েছিলেন, তিনি কিছু দিনের মধ্যেই আইপিএল দলে যোগ দেবেন। ম্যানেজারের দাবি ছিল, ‘হয়তো কয়েক দিনের মধ্যে আইপিএলে যোগ দেবে। দেরিও হতে পারে। তবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে, হাসারঙ্গা আইপিএল খেলবেই। টাকা কম পাবে বলে খেলবে না, এমন নয়। টাকার জন্য খেলার চিন্তা থাকলে ও নিজের বেস প্রাইস ২ কোটি রাখত। এছাড়া কম গেম খেলা মানে, কম টাকা। আসলে ওর গোড়ালির যত্ন নিতে হবে। জাতীয় দলের অধিনায়কও হাসারাঙ্গা।’
বিদেশি খেলোয়াড়দের মধ্যে হাসারাঙ্গার আগেও, নানা কারণে সরে দাঁড়িয়েছেন অনেকেই। এর আগে হ্যারি ব্রুক, জেসন রয়, গ্যাস অ্যাটকিনসন, ডেভিড উইলি, মার্ক উডরাও নাম তুলে নিয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন হাসারাঙ্গা।