বাংলা নিউজ > ক্রিকেট > LSG vs PBKS, IPL 2024: ক্যাপ্টেন রাহুলকে কেন ইমপ্যাক্ট প্লেয়ার বানাল লখনউ? কারণ জানলে বুঝবেন, এটা ছিল মাস্টার প্ল্যান

LSG vs PBKS, IPL 2024: ক্যাপ্টেন রাহুলকে কেন ইমপ্যাক্ট প্লেয়ার বানাল লখনউ? কারণ জানলে বুঝবেন, এটা ছিল মাস্টার প্ল্যান

পঞ্জাব ম্যাচে ক্যাপ্টেন রাহুলকেই ইমপ্যাক্ট প্লেয়ার বানিয়ে দেয় লখনউ। ছবি- পিটিআই।

Lucknow Super Giants vs Punjab Kings, Indian Premier League 2024: এক ঢিলে দুই পাখি মারতে চেয়েই ক্যাপ্টেন লোকেশ রাহুলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করে লখনউ সুপার জায়ান্টস। জানেন কি, কার মাথা থেকে বেরিয়েছে এই মাস্টার প্ল্যান?

শনিবার একানা স্টেডিয়ামে শিখর ধাওয়ানের সঙ্গে নিকোলাস পুরানকে টস করতে নামতে দেখেই দু'টি আশঙ্কার উদয় হয় ক্রিকেটপ্রেমীদের মনে। প্রথমত, লোকেশ রাহুলের চোট রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, লখনউ এক ম্যাচ হেরেই লোকেশ রাহুলকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে কিনা, সেটা জানতেও আগ্রহ তৈরি হয় সমর্থকদের মধ্যে। তবে টসের সময় নিকোলাস পুরান বিষয়টি খোলসা করেন। জানিয়ে দেন লোকেশের পঞ্জাব ম্যাচে ক্যাপ্টেন্সি না করার কারণ।

কেন পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিতে নামেননি লোকেশ রাহুল:-

আসলে লোকেশ রাহুলকে লখনউ এই ম্যাচে ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, লোকেশকে শুধু ব্যাট করানো হবে, ফিল্ডিং করানো হবে না। তাঁর বদলে কোনও বোলারকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় সুপার জায়ান্টস।

লোকেশের ক্যাপ্টেন্সি না করা প্রসঙ্গে পুরান কী বলেন:-

টসের পরে পুরান বলেন, ‘লোকেশ চোট সারিয়ে মাঠে ফিরেছে। তাই এমন লম্বা টুর্নামেন্টে ওকে আমরা একটু বিশ্রাম দিতে চাই। তবে ও আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে।’

আরও পড়ুন:- LSG vs PBKS, IPL 2024: ঠিক যেন ম্যাক্সওয়েল! দৃষ্টিনন্দন সুইচ হিটে ছক্কার মাইলস্টোন ধাওয়ানের- ভিডিয়ো

লোকেশকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন কে:-

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হওয়ার পরে প্রতি ম্যাচেই এই নিয়মের সুবিধা নেয় সব দল। তবে ক্যাপ্টেনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানোর ছবি খুব বেশি দেখা যায়নি। লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার সিদ্ধান্ত নেন লোকেশকে পঞ্জাব ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার।

আরও পড়ুন:- ৯ জন ক্রিকেটার, যাঁরা প্রথম বলেই ছয় মেরে IPL কেরিয়ার শুরু করেন

রাহুলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার কারণ:-

লখনউ সুপার জায়ান্টস এক ঢিলে দুই পাখি মারতে চেয়ে রাহুলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়।

প্রথমত, লোকেশ রাহুল চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ চারটি ম্যাচে মাঠে নামেননি। বিসিসিআইয়ের তরফে রাহুল ৯০ শতাংশ ফিট ছিলেন বলে জানানো হয়েছিল। পরে আইপিএলের আগে এনসিএ-র ফিট সার্টিফিকেট হাতে পান লোকেশ। লম্বা আইপিএল মরশুমে লোকেশকে তরতাজা রাখতে শুরু থেকেই তাঁর উপর চাপ দিতে চায় না দল। পরের দিকে গুরুত্বপূর্ণ সময়ে রাহুলের সেরা পরিস্থিতিতে থাকা জরুরি বলে মনে হয়েছে এলএসজি-র।

আরও পড়ুন:- BAN vs SL: ‘নেশা করে মাঠে নেমেছে নাকি?’ মাঝব্যাটে ডিফেন্স করা বলে LBW-র জন্য DRS নিয়ে হাসির খোরাক বাংলাদেশ- ভিডিয়ো

দ্বিতীয়ত, টপ অর্ডারের কোনও ব্যাটসম্যানকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিশেষজ্ঞ বোলার ব্যবহার করতে হলে লোকেশ রাহুলই সেরা বিকল্প লখনউয়ের। কেননা, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি ও ক্রুণাল পান্ডিয়া বল করতে পারেন। দেবদূত পাডিক্কাল দুর্দান্ত ফিল্ডার। নিকোলাস পুরান আউটফিল্ডে অসাধারণ। কুইন্টন ডি'কক কিপার হিসেবে লোকেশ রাহুলের থেকেও উঁচু মানের। সুতরাং, ফিল্ডিং করার সময় এঁদের কাউকে বসানো মানে তাতে আখেরে ক্ষতিই হবে লখনউয়ের।

উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধ প্রথম ম্যাচে লোকেশ রাহুলই লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করেন সেই ম্যাচে।

ক্রিকেট খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.