বাংলা নিউজ > ক্রিকেট > IPL Auction 2024-র স্ট্র্যাটেজি পরিষ্কার করল KKR! এই কারণেই কি ছাড়া হল শার্দুল-উমেশ-সাউদিদের

IPL Auction 2024-র স্ট্র্যাটেজি পরিষ্কার করল KKR! এই কারণেই কি ছাড়া হল শার্দুল-উমেশ-সাউদিদের

সুনীল নারিন ও আন্দ্রে রাসেল (ছবি-এক্স)

ফলে মনে করা হচ্ছে আসন্ন আইপিএল-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ভালো পেস বোলারের দিকে ঝাঁপাতে পারে। এই কথাটাই তুলে ধরেছেন, ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কথা বলার সময়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘তাদের পরিকল্পনাটা পরিষ্কার হয়েগিয়েছে।’

আসন্ন আইপিএল ২০২৪-এর নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। সেই তালিকায় রয়েছেন শার্দুল ঠাকুর, উমেশ যাদব, টিম সাউদি সহ লকি ফার্গুসনের মতো নাম। এরপরেই উঠছে বড় প্রশ্ন। কলকাতা ধরে রেখেছে শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুয়েশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের। বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হয়েছে রহমনুল্লা গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে। এরপরেই প্রশ্নটা আরও জোড়াল হয়েছে। পেস বোলিং-এ কেন তারা কোনও অভিজ্ঞ ক্রিকেটারকে ধরে রাখল না।

কী বলেছেন হর্ষ ভোগলে?

ফলে মনে করা হচ্ছে আসন্ন আইপিএল-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ভালো পেস বোলারের দিকে ঝাঁপাতে পারে। এই কথাটাই তুলে ধরেছেন, ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কথা বলার সময়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘তাদের পরিকল্পনাটা পরিষ্কার হয়েগিয়েছে। কলকাতা নাইট রাইডার্স রানা এবং অরোরার মতো দুটি প্রতিশ্রুতিশীল দ্রুতগতির বোলারের সঙ্গে গিয়েছেন, তবে এবার তাদের কিছু অভিজ্ঞ ফাস্ট বোলার দরকার। শ্রেয়স ফিরে আসায় ব্যাটিংটা বেশ ভালোই দেখাচ্ছে। একজন ভারতীয় কিপারের দরকার রয়েছে।’

আসন্ন আইপিএল নিলামে যে কলকাতা নাইট রাইডার্স তাদের ব্যাটিং শক্তির থেকে বোলিংকে আরও শক্তিশালী করতে চাইবে তা পরিষ্কার হয়েগিয়েছে। তবে নারায়ণ জগদীশানকে ছেড়ে দেওয়ার ফলে তাদের একজন উইকেটরক্ষকের যে প্রয়োজন সেটাও স্পষ্ট। তবু ব্যাটিং ইউনিটকে কলকাতা নাইট রাইডার্স ধরে রেখেছে।

দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারকে KKR ছেড়ে দিল-

স্কোয়াডের মোট ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলল KKR। বাদ পড়লেন শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ওয়াইজ, নারায়ণ জগদীশান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লস।

কাদের ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স-

শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুয়েশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের মধ্যে রহমনউল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে তারা ধরে রেখেছে।

ক্রিকেট খবর

Latest News

‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে পেট্রল পাম্পের কর্মীকে পিষে চম্পট দিল পিকআপ ভ্যান, ভয়ঙ্কর ঘটনা শান্তিপুরে পাকিস্তানের আঞ্চলিক জলসীমায় তেল–গ্যাসের সন্ধান, আর্থিক ভাগ্য বদলের সম্ভাবনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.