হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলার পরেই চোটের জন্য মাঠের বাইরে চলে যান রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। দু'জনেই বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি। ভারত সিরিজের শেষ ৩টি টেস্টের জন্য দল ঘোষণা করলে স্কোয়াডে নাম দেখা যায় জাদেজা ও লোকেশের।
জাদেজা রাজকোটের তৃতীয় টেস্টে দলে ফেরেন। তবে লোকেশ রাহুল ৯০ শতাংশ ফিট বল তাঁর পক্ষে মাঠে নামা সম্ভব হয়নি। রাঁচির চতুর্থ টেস্টে জাদেজা যথারীতি খেলতে নামেন, তবে লোকেশ সেই ম্যাচেও খেলার মতো পরিস্থিতিতে ছিলেন না। বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ধরমশালার পঞ্চম তথা শেষ টেস্টে লোকেশ মাঠে নামতে পারবেন কিনা, সেটা নির্ভর করছে তাঁর ফিটনেসের উপরে।
ভারত রাঁচি টেস্ট জিতে ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে ইতিমধ্যেই। এবার পঞ্চম টেস্টের আগে ভারতীয় ক্রিকেটমহলে উঠে আসছে ২টি প্রশ্ন। প্রথমত, লোকেশ রাহুল কি ধরমশালায় মাঠে নামার জন্য প্রস্তুত? দ্বিতীয়ত, ভারত সিরিজ জিতে যাওয়ায় জসপ্রীত বুমরাহ কি শেষ টেস্টে দলে ফিরবেন?
ওয়ার্কলোড ম্যানেজের উদ্দেশ্যেই জসপ্রীত বুমরাহকে সিরিজে চতুর্থ টেস্ট থেকে বিশ্রাম দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাজকোটে তৃতীয় টেস্ট খেলার পরেই বাড়ি ফেরেন বুমরাহ। গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশ্রাম শেষে তিনি সম্ভবত ধরমশালায় যোগ দেবেন দলের সঙ্গে। অর্থাৎ, ভারত সিরিজ জয় নিশ্চিত করলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরাহকে দলে ফেরাচ্ছে টিম ইন্ডিয়া।
ধরমশালায় বুমরাহর মাঠে নামা কার্যত পাকা হলেও লোকেশ রাহুলকে নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। ক্রিকবাজের খবর অনুযায়ী লোকেশকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে বিদেশে পাঠানো হয়েছে। সম্ভবত লন্ডনে গিয়েছেন লোকেশ রাহুল। তিনি ধরমশালার শেষ টেস্টে মাঠে নামতে পারবেন কিনা, সেটা নিশ্চিত নয় এখনও। বিসিসিআই, জাতীয় নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট লোকেশকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় একেবারেই।
যদিও ভারত ধরমশালার শেষ টেস্টে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। সম্ভবত একজন ব্যাটসম্যান এবং একজন বোলারকে বসিয়ে রাখতে পারে টিম ইন্ডিয়া। অবশ্য কোহলি, লোকেশ, পূজারাদের অনুপস্থিতিতে ভারতের ব্যাটিং লাইনআপকে নিতান্ত অনভিজ্ঞ দেখাচ্ছে। ক্যাপ্টেন রোহিত শর্মা ছাড়া টেস্ট খেলার পর্যাপ্ত অভিজ্ঞ নেই আর কোনও ব্যাটারের।
বোলিং বিভাগেও একটানা ক্রিকেট খেলছেন না কেউই। সিরাজ ও বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজের একটি করে টেস্টে। অশ্বিন টেস্ট ছাড়া অন্য কোনও ফর্ম্যাটে মাঠেই নামেন না। তিনি ধরমশালায় কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন। এক্ষেত্রে কুলদীপকে বসিয়ে অক্ষরকে মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া।