আর কিছুদিনের অপেক্ষা তারপরই ৬০ বছরে পা দেবেন মাধুরী দীক্ষিত। আগামী ১৫ মে তাঁর জন্মদিন। আর তার আগেই ড্যান্স দিওয়ানেতে তাঁর সেই বিশেষ দিনটি উদযাপন করা হবে। আর সেখানেই মাধুরীকে চমক দিয়ে তাঁর জন্য একটি বিশেষ পারফরমেন্স করবেন অভিনেত্রীর চরম ভক্ত অঙ্কিতা লোখান্ডে।
আরও পড়ুন: 'এই পেশাটা বড্ড দুর্ভাগ্যজনক...' অভিনয় জগৎ নিয়ে মত ইন্দ্রনীলের, কিন্তু কেন এমনটা মনে করেন 'ফেলুদা'?
ইতিমধ্যেই এই পর্বের প্রোমো চ্যানেলের তরফে অর্থাৎ কালার্সের তরফে প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অঙ্কিতা মহারাষ্ট্রিয়ান পোশাক এবং সাজে সেজে রয়েছেন। শুধু তাই নয় তিনি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবি আনজামের বিখ্যাত গান ম্যায় কোলাপুর সে আয়ী হু গানে নাচ করছেন।
আরও পড়ুন: কংগ্রেসের জন্যই ১৫ লাখ করে পাচ্ছেন না নাগরিকরা, দাবি কঙ্গনার! বললেন, 'এই সুবিধা তখনই পাবেন যখন...'
নাচ শেষ করেই মাধুরীকে শুভেচ্ছা জানান অঙ্কিতা। বলেন, 'শুভ জন্মদিন ম্যাম।' উত্তরে ধকধক গার্ল তাঁকে ফ্লাইং কিস দেন। বলেন, 'অনেক ভালোবাসি।' এরপর তাঁদের দুজনকে সেই বিখ্যাত গানটিতে নাচ করতে দেখা যায়।
ভিডিয়োর শেষে অঙ্কিতাকে বলতে শোনা যায়, 'আমি আপনার ফ্যান ছিলাম। আর চিরকাল সেটাই থাকব।' এই ভিডিয়োটি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই শোয়ের নির্মাতাদের তরফে লেখা হয়, 'অঙ্কিতা তাঁর পছন্দের ড্যান্সিং স্টার মাধুরীকে একটা দারুণ চমক দিল।'
আরও পড়ুন: বাঙাল বাড়ির ছেলে হয়েও মোহনবাগানের সমর্থক! পুত্রের কাণ্ডে কৌশিক বললেন, 'ফুটবলের ইতিহাসে...'
আরও পড়ুন: লালের হাল ফেরাতে পথে নামলেন রাহুল - বাদশা, হুডখোলা জিপে প্রচার সারলেন দীপ্সিতার হয়ে
এই ড্যান্স দিওয়ানে শোতে বর্তমানে মাধুরী দীক্ষিতকে অন্যতম বিচারকের আসনে দেখা যাচ্ছে। এদিনের এই পর্বে বিশেষ অতিথি হিসেবে অঙ্কিতা এবং তাঁর বেটার হাফ ভিকি জৈনকে ডেকে আনা হয়েছিল। এই শোটি প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হয়।