অবশেষে আইপিএল ২০২৪-এ জয়ের খাতা খুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা তিন ম্যাচ হারার পর, রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৯ রানে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বই। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে স্কোর বোর্ডে ২৩৪/৫ রান তোলে। এর জবাবে দিল্লিকে ২০৫/৮ রানে সীমাবদ্ধ করে দেয়। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম জয় পাওয়ার পর অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে খুব খুশি দেখাচ্ছিল। এই জয়ের পরে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমের ভিতরে কী ঘটেছিল তা জানালেন তিনি। হার্দিক বলেছিলেন যে সকলেই বিশ্বাস করেছিল যে ছন্দে ফিরতে হলে দলের একটি জয়ের প্রয়োজন রয়েছে।
এদিন দিল্লির বিরুদ্ধে রোহিত শর্মা (৪৯), ইশান কিষান (৪২), হার্দিক (৩৯) এবং টিম ডেভিড ভালো ব্যাটিং করেছেন। তবে সকলকে ছাপিয়ে গিয়েছিলে রোমারিও শেফার্ড। একেবারে অন্য রকম ম্যাচ খেলেন তিনি। এদিন তিনি মাত্র ১০ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি তিনটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছিলেন। এই ইনিংসের ফলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এনরিখ নরকিয়ার শেষ ওভারে ৩২ রান করেন তিনি এবং মুম্বইকে বিশাল স্কোরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শেফার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শেফার্ডকেই এই ম্যাচের নায়ক বলেছেন হার্দিক পান্ডিয়া।
কী বললেন হার্দিক পান্ডিয়া?
দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করার পরে, হার্দিক বলেছিলেন যে, ‘এই জয় পেতে আমাদের খুব কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমরা পরিষ্কার মন দিয়ে নিজেদেরকে বিশ্বাস করতাম। আমরা হয়তো আগামী ম্যাচগুলোতে কিছু পরিবর্তন আনতে পারি কিন্তু এই মুহূর্তে আমাদের ভালো কম্বিনেশন রয়েছে। চেঞ্জিং রুমে অনেক ভালোবাসা রয়েছে। সকলেই একে অপরকে সমর্থন করছে। সকলেই বিশ্বাস করেছিল যে ছন্দে ওঠার জন্য আমাদের শুধু একটি জয় দরকার। আজ একটি চমৎকার ম্যাচ হয়েছিল। ৬ ওভারে ৭০ রান করা সবসময়ই দুর্দান্ত। সুযোগ পেলে সবাই যেভাবে অবদান রেখেছে তা দেখে ভালো লাগলো।’
রোমারিও শেফার্ড ও নিজের বোলিং না করা নিয়ে কী বললেন হার্দিক পান্ডিয়া?
রোমারিও শেফার্ডের প্রশংসা করেন হার্দিক। তিনি বলেছেন যে, ‘সে কিছু আশ্চর্যজনক শট খেলেছিল। সেটাই আমাদের ম্যাচটা জিতিয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে ছিল রোমারিওর। আমি তার ব্যাটিং পছন্দ করি। তার মুখে সবসময় হাসি থাকে, সে পালিয়ে যায় না।’ একই সঙ্গে হার্দিককে প্রশ্ন করা হলে কেন তিনি ম্যাচে বল করেননি, অধিনায়ক বলেন, ‘আমি ভালো আছি। সঠিক সময়ে বোলিং করব। আমরা আজ সবকিছু কভার করেছি। সেই কারণেই আমি বোলিং থেকে দূরে ছিলাম।’