প্লে-অফের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল। মঙ্গলবার পাকিস্তান সুপার লিগের শেষ লিগ ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হল মুলতান সুলতানস। পেশেয়ারকে টপকে এক নম্বর স্থান দখল করায় কোয়ালিফায়ারে মাঠে নামার যোগ্যতা অর্জন করল মহম্মদ রিজওয়ানের মুলতান। তারা কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জামলির বিরুদ্ধে। এলিমিনেটরে মাঠে নামবে লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ দল ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েট্টা।
মুলতান বনাম কোয়েট্টা শেষ লিগ ম্যাচের ফলাফল:-
করাচিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুুলতান সুলতানস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৫ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন। দলের হয়ে সব থেকে বেশি ৬৯ রান করে মাঠ ছাড়েন তিনি। ৪৭ বলের ইনিংসে রিজওয়ান ১টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া ২৯ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন জনসন চার্লস। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ২০ রান করেন ইফতিখার আহমেদ। ইয়াসির খান ১২ ও উসমান খান ২১ রানের যোগদান রাখেন। কোয়েট্টার মহম্মদ আমির ৪০ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আবরার আহমেদ ও মহম্মদ ওয়াসিম।
আরও পড়ুন:- AFG vs IRE: হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও কেরিয়ারের সেরা বোলিংয়ে আফগানিস্তানকে জেতালেন নবি
জবাবে ব্যাট করতে নেমে কোয়েট্টা ১৫.৫ ওভারে ১০৬ রানে অল-আউট হয়ে যায়। ৭৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে মুলতান। ওমর ইউসুফ দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন। ২৫ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। সউদ শাকিল ১৪, রিলি রসউ ১০ ও মহম্মদ ওয়াসিম ১১ রানের যোগদান রাখেন। মুতানের ডেভিড উইলি ও উসামা মীর ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট দখল করেন আব্বাস আফ্রিদি। ম্যাচের সেরা হন রিজওয়ান।
আরও পড়ুন:- Most Runs In IPL History: আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান, চোখ রাখুন সেরা ১০-এ
আরও পড়ুন:- RCB প্লে-অফে উঠতেই ছিটকে গেল ইউপি-গুজরাট, WPL 2024-র ফাইনালের দৌড়ে এগিয়ে দিল্লি
পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবিল:-
১. মুলতান সুলতানস- ১০ ম্যাচে ১৪ পয়েন্ট (নেট রান-রেট +১.১৫০)।
২. পেশোয়ার জালমি- ১০ ম্যাচে ১৩ পয়েন্ট (নেট রান-রেট +০.১৪৭)।
৩. ইসলামাবাদ ইউনাইটেড- ১০ ম্যাচে ১১ পয়েন্ট (নেট রান-রেট +০.২২৪)।
৪. কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স- ১০ ম্যাচে ১১ পয়েন্ট (নেট রান-রেট -০.৯২১)।
৫. করাচি কিংস- ১০ ম্যাচে ৮ পয়েন্ট (নেট রান-রেট -০.১৯২)।
৬. লাহোর কালান্দার্স- ১০ ম্যাচে ৩ পয়েন্ট (নেট রান-রেট -০.৫৫৪)।