বাংলা নিউজ > ক্রিকেট > AFG vs IRE: হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও কেরিয়ারের সেরা বোলিংয়ে আফগানিস্তানকে জেতালেন নবি

AFG vs IRE: হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও কেরিয়ারের সেরা বোলিংয়ে আফগানিস্তানকে জেতালেন নবি

ট্রফি নিয়ে আফগানিস্তান। ছবি- আফগানিস্তান ক্রিকেট।

Afghanistan vs Ireland: সিরিজের ২টি ম্যাচে ব্যাট করতে নেমে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি করেন রহমানউল্লাহ গুরবাজ। সুতরাং, আইপিএলের আগে দুরন্ত ফর্মে রয়েছেন কেকেআর তারকা।

সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের কাছে হারতে হয় আফগানিস্তানকে। তবে পরবর্তী ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে জয় তুলে নেয় আফগানরা। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার পরে এবার সিরিজের তৃতীয় ম্যাচেও আইরিশদের হারিয়ে দেয় আফগানিস্তান। সেই সুবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তারা।

মঙ্গলবার শারজায় সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে আয়ারল্যান্ডকে দাপটের সঙ্গে পরাজিত করে আফগানিস্তান। আফগানদের জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিজ্ঞ মহম্মদ নবি। এছাড়া ব্যাট হাতে রহমানউল্লাহ গুরবাজ ও হাশমতউল্লাহ শাহিদি কার্যকরী অবদান রাখেন। বল হাতে নজর কাড়েন খারোটে।

শারজায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৬ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৩১ বলে ২২ রান। তিনি ৩টি চার মারেন।

ক্যাপ্টেন হাশমতউল্লাহ অত্যন্ত ধীর ব্যাটিং করেন। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৬৯ রান করে মাঠ ছাড়েন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে মহম্মদ নবি নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ৬২ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। আয়ারল্যান্ডের মার্ক আডায়ার ৫১ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৪২ রানে ২টি উইকেট নেন ব্যারি ম্যাককার্থি।

আরও পড়ুন:- Most Runs In IPL History: আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান, চোখ রাখুন সেরা ১০-এ

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৩৫ ওভারে মাত্র ১১৯ রানে অল-আউট হয়ে যায়। গড়পড়তা ইনিংস গড়েও ১১৭ রানের বড় ব্যবধানে ম্য়াচ জেতে আফগানিস্তান। পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফার ছাড়া আয়ারল্যান্ডের আর কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

আরও পড়ুন:- RCB প্লে-অফে উঠতেই ছিটকে গেল ইউপি-গুজরাট, WPL 2024-র ফাইনালের দৌড়ে এগিয়ে দিল্লি

স্টার্লিং ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫০ রান করে আউট হন। ক্যাম্ফার ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। মহম্মদ নবি ১০ ওভার বল করে ৩টি মেডেন-সহ মাত্র ১৭ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ওয়ান ডে তথা আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন নবি। সুতরাং, এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্য়ান্স।

আরও পড়ুন:- ১ থেকে ৫০০, টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের মাইলস্টোন উইকেটের শিকার হয়েছেন কারা?

এছাড়া আফগানিস্তানের হয়ে অভিষেককারী খারোটে নেন ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারে পুরস্কার জেতেন নবি। প্রথম ম্যাচে শতরান ও তৃতীয় ম্যাচে হাফ-সেঞ্চুরি করার সুবাদে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রহমানউল্লাহ গুরবাজ।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.