ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বধ করার পর ভারতের সামনে এবার দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওডিআই এবং ২টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আজ অর্থাৎ ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ডারবনে। এই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে বেশ কিছু ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের। সূর্যকুমার যাদবের হাতেই দেওয়া হয়েছে অধিনায়কত্ব। কারণ এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি হার্দিক পান্ডিয়া। তাই অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার।
বিশ্বকাপের পরে এটাই ভারতের প্রথম বিদেশ সফর। তাই এই সিরিজ থেকে ভালো কিছু আশায় গোটা দেশ। বিশ্বকাপ ফাইনালে হারের পর অনেকই যেমন টিম ইন্ডিয়ার সমালোচনা করেছেন। ঠিক তেমনই টানা দশ ম্যাচে অপরাজিত থাকায় প্রশংসায় ভরিয়ে তোলেন। বিশ্বকাপ হারের রেশ কাটতে না কাটতেই সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে ভারত। যদিও এই দলে বিশ্বকাপের অধিকাংশ ক্রিকেটারই ছিলেন না। কিন্তু অস্ট্রেলিয়াকে হারানোয় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। ফলে এই মুহূর্তে ছন্দে রয়েছে গোটা দল। আত্মবিশ্বাসেও ভরপুর। এখন এটাই দেখার অজি বধের পর প্রোটিয়া বধ করতে পারেন কিনা সূর্যকুমার যাদবরা।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতায় আত্মবিশ্বাসী গোটা শিবির। অপরদিকে দক্ষিণ আফ্রিকাও প্রস্তুত ভারতকে রুখে দিতে। ঘরের মাটিতে তারা যে বেশ শক্তিশালী হয়ে নামবে তা বলার অপেক্ষা রাখে না। তবে শেষ কয়েকটি টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায়নি প্রোটিয়ারা। যা চিন্তায় ফেলতে পারে তাদেরকে। তবে প্রোটিয়া শিবির সেই নিয়ে খুব একটা ভাবতে চাইছে না। ভারতের বিরুদ্ধে নিজেদের হোম গ্রাউন্ডে বাজিমাত করতে মরিয়া। এই মুহূর্তে ভারত ছন্দে থাকলেও দক্ষিণ আফ্রিকা দল টিম ইন্ডিয়ার থেকে কিছুটা হলেও এগিয়ে নামবে। কারণ ঘরের মাঠে খেলবে তারা। ফলে চেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না প্রোটিয়াদের। এখন এটাই দেখার প্রথম ম্যাচে কোন দল বাজিমাত করে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশ:-
ভারত- যশস্বী জসওয়াল, শুভমন গিল/রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কুলদীপ যাদব/রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং/মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকা- রিজা হেন্ডরিক্স, ম্যাথিউ ব্রিটজকে, এডেন মার্করাম, ত্রিস্টান স্টাবস/এনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ডোনোভন ফেরেইরা, জানসেন/ফেলুকওয়াও, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, বার্গার, শামসি।