শুভব্রত মুখার্জি:- চলতি ওডিআই বিশ্বকাপে একেবারেই ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান দল। শুরুটা ভালো করেও নিজেদের ছন্দ তারা ধরে রাখতে পারেনি।ফলে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে তাদের। এরপরে বাবর আজমরা দেশে ফেরার পরেই অধিনায়কত্ব, কোচিং স্টাফ সহ একাধিক বিষয়ে রদবদল ঘটানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির তরফে। বদল করা হয়েছে প্রধান নির্বাচককেও। যার প্রভাব এসে পড়েছে দেশের যুবা ক্রিকেটেও। সামনেই রয়েছে যুবদের এশিয়া কাপ।পরের বছরে খেলা হবে যুবাদেল বিশ্বকাপ। তার আগেই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের নয়া হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফকে।
পাকিস্তান যুব দলের দায়িত্ব পাওয়ার পর মহম্মদ ইউসুফ জানিয়েছেন, 'পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) আমাকে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেওয়াতে আমি সম্মানিত বোধ করছি। আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের প্রত্যাশা পুরণের চেষ্টা করব। পাকিস্তানের হয়ে দীর্ঘদিন খেলেছি। অতীতেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছি আমি কোচিং স্টাফ হিসেবে। আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি পাকিস্তানের তরুণ প্রতিভা তৈরির চেষ্টা করব। পাকিস্তানকে বিশ্ব পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রদানের চেষ্টা করব।'
প্রসঙ্গত, মহম্মদ ইউসুফ এর আগে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ধাঁচে তৈরি লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। পাক অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে ইউসুফের প্রথম চ্যালেঞ্জ ৮-১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা যুব এশিয়া কাপ। এরপর রয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ।
আগামী ১৩ জানুয়ারি শ্রীলঙ্কায় শুরু হবে যুব বিশ্বকাপ। সেখানে ভালো পারফরম্যান্স করার চাপ থাকবে কোচ ইউসুফের উপরেও। উল্লেখ্য ইউসুফ পাকিস্তানের হয়ে ১৯৯৮- ২০১০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। করেছেন ৩৯টি শতরান। রয়েছে ৯৭টি অর্ধশতরান। পাকিস্তানের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ১৭,৩০০ রান করেছেন তিনি। ২০০৬ সালে এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে রেকর্ড সর্বোচ্চ ১৭৮৮ রান সংগ্রহের নজির রয়েছে তাঁর।