শুভব্রত মুখার্জি:- ভারত বনাম ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ চলছে তার তৃতীয় ম্যাচটি আয়োজন করা হবে রাজকোটে। সিরিজের ফল ১-১ থাকা অবস্থাতে রাজকোটে নামবে দুই দল। প্রসঙ্গত সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণাধীন এই ক্রিকেট মাঠ। ভারতের অন্যতম ঐতিহ্যশালী এই স্টেডিয়াম। একাধিক মাইলফলকের সাক্ষী থাকা এই স্টেডিয়ামের নাম এবার বদলে যাচ্ছে। নাম যে বদলে ফেলা হচ্ছে, সেকথা নিশ্চিত করা হয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফেও। কী নাম রাখা হচ্ছে রাজকোটের এই ক্রিকেট স্টেডিয়ামের? আসুন জেনে নেওয়া যাক।
ভারতীয় ক্রিকেটের দীর্ঘদিনের প্রশাসক নিরঞ্জন শাহ। ভারতীয় ক্রিকেটের নানা চড়াই উতরাইয়ের সাক্ষী তিনি। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, শশাঙ্ক মনোহরদের সময়ের দুঁদে প্রশাসক তিনি। তাঁকে সম্মান জানিয়েই এবার রাজকোট স্টেডিয়ামের নাম রাখা হবে তাঁর নামে। ১৫ তারিখ শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। তার আগেই ১৪ ফেব্রুয়ারি স্টেডিয়ামের নাম বদলে ফেলা হবে। সেইদিন থেকেই অফিসিয়ালি পথ চলা শুরু করবে নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়াম। জুনেই 'অক্টোজেনেরিয়ান' ক্লাবে পা রাখছেন মিস্টার নিরঞ্জন শাহ। আর তার আগেই তাঁর জন্মদিনের বিশেষ উপহার তাঁকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: চার বলে ৪ উইকেট, রঞ্জিতে আগুন ঝরালেন প্রাক্তন নাইট তারকা- ভিডিয়ো
ভারতে ব্যক্তির নামে কোনও স্টেডিয়ামের নামকরণ হওয়া নতুন বিষয় নয়। তবে নিরঞ্জন শাহর বিষয়টি একেবারেই অন্যরকম। তাঁর রাজনৈতিক কোন 'গডফাদার' সেই অর্থে ছিলেন না। তিনি নিজের চেষ্টাতেই তাঁর জায়গা বানিয়েছেন। এক গুজরাটি পরিবারে জন্ম তাঁর। পারিবারিক ব্যবসা সংবাদপত্র ছাপার। সেখান থেকেই বেড়ে ওঠা নিরঞ্জন শাহর। ভারতের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটেও খেলেছেন তিনি। ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। ১৯৬৫-৭৫ এই সময়কালে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি।
এমন একটা সময়ে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব প্রশাসক হিসেবে তিনি নিয়েছিলেন যে সময়ে ভারতীয় ক্রিকেটে এখনকার মতো অর্থ ছিল না। ছিল না কোন জাঁকজমক। শাহর সময়কালেই ১৯৮৬ সালে রাজকোট প্রথম ওয়ান ডে ম্যাচের আয়োজন করেছিল। যে ম্যাচে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতীয় সিনিয়র দলের ম্যানেজার হয়ে গোটা বিশ্ব ভ্রমণ করেছেন তিনি। পরবর্তীতে বিসিসিআইয়ের সেক্রেটারিও হন তিনি।