রঞ্জি ট্রফিতে বল হাতে আগুন ঝরালেন প্রাক্তন নাইট তারকা কুলবন্ত খেজরোলিয়া। বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট-ডি গ্রুপের ম্যাচে পরপর চার বলে ৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন মধ্যপ্রদেশের বাঁ-হাতি পেসার। দ্বিতীয় ইনিংসে কুলবন্ত একাই তুলে নেন ৫টি উইকেট। বরোদাকে এক ইনিংস ও ৫২ রানের বড় ব্যবধানে পরাজিত করে মধ্যপ্রদেশ।
ইন্দোরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তারা প্রথম ইনিংসে ১২৯.৩ ওভার ব্যাট করে ৪৫৪ রান তোলে। ওপেন করতে নেমে অনবদ্য শতরান করেন হিমাংশু মন্ত্রী। তিনি ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮৩ বলে ১১১ রান করেন।
হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন শুভম শর্মা ও অল-রাউন্ডার সরাংশ জৈন। শুভম ৭টি বাউন্ডারির সাহায্যে ৯৩ বলে ৬১ রান করেন। সরাংশ ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২১ বলে ৭০ রান করেন। বেঙ্কটেশ আইয়ার ৩৫ ও কুমার কার্তিকেয়া ৪৫ রানের যোগদান রাখেন। বরোদার হয়ে আকাশ সিং ৪টি ও মহেশ পিথিয়া ৩টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে বরোদা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৩২ রানে। তারা ৪৭.১ ওভার ব্যাট করে। মিতেশ প্যাটেল ১১টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ৮০ রান করেন। প্রথম ইনিংসে অনুভব আগরওয়াল ও সরাংশ জৈন ৩টি করে উইকেট নেন। কুলবন্ত খেজরোলিয়া ২টি উইকেট দখল করেন। ১টি উইকেট নেন কুমার কার্তিকেয়া।
প্রথম ইনিংসের নিরিখে ৩২২ রানে পিছিয়ে থেকে ফলো-অন করতে নামে বরোদা। তারা দ্বিতীয় ইনিংসে ৯৮.৩ ওভার ব্যাট করে ২৭০ রানে অল-আউট হয়ে যায়। শাশ্বত রাওয়াত ১২টি বাউন্ডারির সাহায্যে ২৭৩ বলে ১০৫ রান করেন। জ্যোৎস্নিল সিং করেন ৮৩ রান। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
কুলবন্ত খেজরোলিয়া দ্বিতীয় ইনিংসে ১৩.৩ ওভার বল করে ৫টি মেডেন-সহ ৩৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। তিনি দ্বিতীয় ইনিংসে ৯৫তম ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে আউট করেন যথাক্রমে শাশ্বত রাওয়াত, মহেশ পিথিয়া, ভার্গব ভট্ট ও আকাশ সিংকে।
এছাড়া মধ্যপ্রদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন কুমার কার্তিকেয়া। ২টি উইকেট নেন অনুভব আগরওয়াল। বেঙ্কটেশ আইয়ার দ্বিতীয় ইনিংসে ৪ ওভার বল করে ১৬ রান খরচ করেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। ম্যাচের সেরা হন কুলবন্ত।