পাকিস্তান সুপার লিগের হাই-স্কোরিং ম্যাচে রুদ্ধশ্বাস জয় বাবর আজমের পেশোয়ার জালমির। রবিবার চলতি পিএসএলের ১২ নম্বর লিগ ম্যাচে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্সকে ৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে পেশোয়ার। ২০০ রানের গণ্ডি টপকেও ম্যাচ জিততে পারেনি লাহোর। দল হারায় ব্যর্থ হয় রাসি ভ্যান ডার দাসেনের অনবদ্য শতরান। যদিও তার আগে নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন পেশোয়ার দলনায়ক বাবর।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পোশেয়ার জালমি। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে মারকাটারি হাফ-সেঞ্চুরি করেন সইম আয়ুব। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৮৮ রান করে সাজঘরে ফেরেন সইম।
অপর ওপেনার বাবর মাত্র ২ রানের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪৮ রান করে আউট হন। এছাড়া ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোভম্যান পাওয়েল। ৩ বলে ৬ রান করেন আসিফ আলি। ৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন মহম্মদ হ্যারিস। ১ বলে ২ রান করে নট-আউট থাকেন পল ওয়াল্টার।
লাহোরের ক্যাপ্টেন শাহিন আফ্রিদি ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ২ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নেন জাহানদাদ খান। উইকেট পাননি সিকন্দর রাজা, কার্লোস ব্রাথওয়েটরা।
পালটা ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। অর্থাৎ, তীরে এসে তরী ডোবে তাদের। রাসি ভ্যান ডার দাসেন ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫০ বলে শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ৫২ বলে ১০৪ রান করে নট-আউট থাকেন প্রোটিয়া তারকা।
১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৯ রান করেন শাই হোপ। ১৩ বলে ২০ রান করেন এহসান হাফিজ। ফকর জামান ৪ ও সিকন্দর রাজা ১ রান করে মাঠ ছাড়েন। ৪ ওভারে ৫০ রান খরচ করলেও ২টি উইকেট তুলে নেন নবীন-উল হক। ম্যাচের সেরা হন সইম। চলতি পিএসএলের ৪ ম্যাচে এটি পেশোয়ারের দ্বিতীয় জয়। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন লাহোরের এটি টানা পঞ্চম হার।