বাংলা নিউজ > ক্রিকেট > Syed Mushtaq Ali Trophy: মুস্তাক আলির ইতিহাসে সেরা বোলিং, দীপকের ৮ বছর আগের রেকর্ড ভাঙলেন সিরাজের রাজ্য দলের সতীর্থ

Syed Mushtaq Ali Trophy: মুস্তাক আলির ইতিহাসে সেরা বোলিং, দীপকের ৮ বছর আগের রেকর্ড ভাঙলেন সিরাজের রাজ্য দলের সতীর্থ

রবি তেজা, মহম্মদ সিরাজ ও তিলক বর্মা। ছবি- ইনস্টাগ্রাম।

Hyderabad vs Chhattisgarh Syed Mushtaq Ali Trophy 2023: ব্যাট হাতে নজর কাড়তে পারেননি তিলক বর্মা। যদিও তার পরেও ছত্তিশগড়ের বিরুদ্ধে মুস্তাক আলির ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি হায়দরাবাদের।

ক্যাপ্টেন তিলক বর্মা ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। যদিও তা সত্ত্বেও ছত্তিশগড়ের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি হায়দরাবাদের। সৌজন্যে রবি তেজার রেকর্ড ভাঙা বোলিং পারফর্ম্যান্স।

বৃহস্পতিবার জয়পুরে মুস্তাক আলির এ-গ্রুপের ম্যাচে ছত্তিশগড়ের মুখোমুখি হয় হায়দরাবাদ। সেই ম্য়াচেই মহম্মদ সিরাজের রাজ্য দলের সতীর্থ রবি তেজা বল হাতে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়েন।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ছত্তিশগড়। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। শেষমেশ ১৯.১ ওভারে মাত্র ৯৭ রানে অল-আউট হয়ে যায় ছত্তিশগড়। ব্যাট হাতে দলের হয়ে একা লড়াই চালান শশাঙ্ক সিং। যদিও চোয়ালচাপা হাফ-সেঞ্চুরিতেও ছত্তিশগড়কে ১০০ রানের গণ্ডি পার করাতে পারেননি তিনি। শশাঙ্ক ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৫১ রান করে আউট হন। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান বলতে অজয় মণ্ডলের ১০ ও গগনদীপ সিংয়ের ১৩। খাতা খুলতে পারেননি দলের তিনজন ব্যাটার।

আরও পড়ুন:- রোহিত-কোহলিদের নেই, বাংলাদেশ ম্যাচে গিলের জার্সিতে সোনালি ব্যাজ কেন? জেনে নিন কারণ

হায়দরাবাদের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৩ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন রবি তেজা। উল্লেখযোগ্য বিষয় হল, সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে সর্বকালের সেরা ব্যক্তিগত বোলিং পারফর্ম্যান্স এটি। এক্ষেত্রে রবি ভেঙে দেন সার্ভিসেসের দীপক পুনিয়ার রেকর্ড। দীপক ২০১৫ সালে হরিয়ানার বিরুদ্ধে ১৪ রানে ৬টি উইকেট দখল করেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেরা বোলিং পারফর্ম্যান্স:-

১. রবি তেজা (হায়দরাবাদ)- ১৩ রানে ৬ উইকেট (বনাম ছত্তিশগড়, ২০২৩)।

২. দীপক পুনিয়া (সার্ভিসেস)- ১৪ রানে ৬ উইকেট (বনাম হরিয়ানা, ২০১৫)।

৩. স্বপ্নিল সিং (বরোদা)- ১৯ রানে ৬ উইকেট (বনাম সৌরাষ্ট্র, ২০১৫)।

৪. আর্জান নাগওয়াসওয়ালা (গুজরাট)- ১৯ রানে ৬ উইকেট (বনাম মহারাষ্ট্র, ২০২১)।

আরও পড়ুন:- রোহিত একাই ৩২, পাকিস্তানের সবাই মিলে ০, হিটম্যানের তাণ্ডবে লজ্জায় মুখ লুকোনোর জায়গা নেই বাবরদের

ছত্তিশগড়ের বিরুদ্ধে পালটা ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে হায়দরাবাদ। তিলক বর্মা ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করে আউট হন। রাহুল সিং ২৫, চন্দন সাহানি ২৫, তন্ময় আগরওয়াল ২১ ও রোহিত রায়াড়ু ১৪ রান করেন। ২টি উইকেট নেন অজয় মণ্ডল। শুভম আগরওয়াল দখল করেন ১টি উইকেট।

ক্রিকেট খবর

Latest News

কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.