বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > রোহিত-কোহলিদের নেই, বাংলাদেশ ম্যাচে গিলের জার্সিতে সোনালি ব্যাজ কেন? জেনে নিন কারণ

রোহিত-কোহলিদের নেই, বাংলাদেশ ম্যাচে গিলের জার্সিতে সোনালি ব্যাজ কেন? জেনে নিন কারণ

গিলের জার্সির কলারে সোনালি ব্যাজ চোখ এড়ায়নি অনুরাগীদের। ছবি- টুইটার। 

India vs Bangladesh World Cup 2023: বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করার সময় শুভমন গিলের জার্সির কলারে সোনালি ব্যাজ দেখা যায়। গিল কেন সেটি পরে মাঠে নামেন, জেনে নিন আসল কারণ।

আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মহারণ শুরুর সময় ভারতের বাকি ১০ জনের থেকে বিরাট কোহলির জার্সির ফারাক ক্রিকেটপ্রেমীদের চোখ এড়ায়নি। বিরাট সেক্ষেত্রে ভুল জার্সি পরে মাঠে নেমেছিলেন এবং যে ভুল তিনি পরে শুধরে নেন। তবে বৃহস্পতিবার পুণেতে শুভমন গিলের জার্সিতে একটি বিশেষ ব্যাজ চোখে পড়ে সমর্থকদের, যা নিয়ে আগ্রহ দেখা দেয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ব্যাট করার সময় গিলের জার্সির কলারে একটি ছোট সোনালি ব্যাজ দেখা যায়, যা আর কোনও ভারতীয় ক্রিকেটারের জার্সিতে দেখা যায়নি। সঙ্গত কারণেই খোঁজ নেওয়া শুরু হয়ে যায় যে, গিল কেন সেটি পরে মাঠে নামেন।

আসলে গিলকে সেই ব্যাজটি দেওয়া হয় আইসিসির তরফে। সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের জন্যই শুভমন এই ব্যাজটি পরে মাঠে নামেন। অর্থাৎ, প্লেয়ার অফ দ্য মনথের স্বীকৃতিতেই গিলকে দেওয়া হয় বিশেষ সেই ব্যাজ।

আরও পড়ুন:- IND vs PAK World Cup 2023: ভারতের সবার জার্সি এক, কোহলির আলাদা, পাকিস্তান ম্যাচে ভুল পোশাকে মাঠে নামলেন বিরাট

উল্লেখ্য, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দু'বার আইসিসির প্লেয়ার অফ দ্য মনথের খেতাব হাতে তোলেন শুভমন। তিনি ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। সেপ্টেম্বরে গিল মোট ৮টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে ২টি শতরান ও ২টি অর্ধশতরান-সহ সাকুল্যে ৪৮০ রান সংগ্রহ করেন। পুরস্কারের দৌড়ে তিনি পিছনে ফেলে দেন জাতীয় দলের সতীর্থ মহম্মদ সিরাজ ও ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানকে।

গিলের জোড়া খেতাব ছাড়া এখনও পর্যন্ত একবার করে আইসিসির প্লেয়ার অফ দ্য মনথ নির্বাচিত হয়েছেন ভারতের ঋষভ পন্ত (জানুয়ারি, ২০২১), রবিচন্দ্রন অশ্বিন (ফেব্রুয়ারি, ২০২১), ভুবনেশ্বর কুমার (মার্চ, ২০২১), শ্রেয়স আইয়ার (ফেব্রুয়ারি ২০২২) ও বিরাট কোহলি (২০২২)।

আরও পড়ুন:- Player Of The Month: বিশ্বকাপের ভারত-পাক মহারণের আগে ICC-র ঐতিহ্যশালী পুরস্কার জিতলেন শুভমন গিল

পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে শুভমন গিল ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি অসুস্থতার জন্য বিশ্বকাপের প্রথম ২টি ম্যাচে মাঠে নামতে পারেননি। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে গিলের বদলে ভারতের হয়ে ওপেন করেন ইশান কিষান। সুস্থ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ফিরলেও ব্যাট হাতে নজর কাড়তে পারেননি শুভমন। তবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে পরিচিত ছন্দে দেখা যায় গিলকে।

উল্লেখ্য, শুভমন গিল এই নিয়ে বিশ্বকাপের মোট ২টি ম্যাচে মাঠে নামলেন। নিজের দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচেই হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান তরুণ ভারতীয় ওপেনার।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.