চলতি বিশ্বকাপের মঞ্চেই ছক্কা হাঁকানোর একাধিক ব্যক্তিগত নজির গড়েছেন রোহিত শর্মা। ক্রিস গেইলকে টপকে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড নিজের দখল নিয়েছেন ভারত অধিনায়ক। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন টপকেছেন তিনি।
তবে বৃহস্পতিবার পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভারের মধ্যে ১টি ছক্কা হাঁকিয়ে এমন এক নজির গড়েন হিটম্যান, যা লজ্জায় ফেলে দেয় অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মতো দেশগুলিকে। উল্লেখযোগ্য বিষয় হল, রোহিতের এমন রেকর্ডের দিকে তাকিয়ে মুখ লুকোনোর জায়গা খুঁজে পাবে না বাবর আজমের পাকিস্তান।
আসলে চলতি ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ক্রিকেটের প্রথম পাওয়ার প্লে-তে এই নিয়ে মোট ৩২টি ছক্কা মারেন রোহিত শর্মা। এবছর ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে রোহিত একা যতগুলি ছক্কা মেরেছেন, প্রথম সারির বহু দেশের সব ব্যাটসম্যান মিলিয়ে প্রথম পাওয়ার প্লেতে ততগুলি ছয় মারতে পারেননি।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ওয়ান ডে ক্রিকেটের প্রথম ১০ ওভারে মোট ৩০টি ছক্কা মেরেছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা এই সময়ের মধ্যে প্রথম পাওয়ার প্লে-তে ১৯টি ছক্কা মেরেছেন। শ্রীলঙ্কার ব্যাটাররা মেরেছেন ১৪টি ছক্কা এবং ইংল্যান্ডের সব ব্যাটসম্যান মিলিয়ে ১০ ওভারের মধ্যে মেরেছেন ১৩টি ছক্কা। সেই নিরিখে দেখলে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড, দু'দেশের সম্মিলিত ছক্কার থেকেও এবছর প্রথম পাওয়ার প্লেতে বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত।
ভারত অধিনায়ক ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটের প্রথম ১০ ওভারের মধ্যে মোট ৪৮৬টি বল খেলেছেন এবং তাতেই ৩২টি ছয় মেরেছেন। পাকিস্তানের সব ব্যাটসম্যান মিলিয়ে এবছর ওয়ান ডে ক্রিকেটের প্রথম ১০ ওভারে ১০৮২টি বল খেলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের কোনও ব্যাটসম্যানই এই সময়ের মধ্যে ওয়ান ডে-র প্রথম পাওয়ার প্লেতে একটিও ছক্কা মারতে পারেননি। অর্থাৎ, পাকিস্তান ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটের প্রথম ১০ ওভারে কোনও ছক্কা মারেনি।
২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটের প্রথম ১০ ওভারে মারা ছক্কা:-
১. রোহিত শর্মা একা মেরেছেন ৩২টি ছক্কা।
২. অস্ট্রেলিয়ার সব ব্যাটার মিলিয়ে মেরেছেন ৩০টি ছক্কা।
৩. দক্ষিণ আফ্রিকার সব ব্যাটার মিলিয়ে মেরেছেন ১৯টি ছক্কা।
৪. শ্রীলঙ্কার সব ব্যাটার মিলিয়ে মেরেছেন ১৪টি ছক্কা।
৫. ইংল্যান্ডের সব ব্যাটার মিলিয়ে মেরেছেন ১৩টি ছক্কা।
৬. পাকিস্তানের সব ব্যাটার মিলিয়ে একটিও ছক্কা মারতে পারেননি।