কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের ম্যাচে বিপর্যস্ত হওয়ার পর বিরক্ত দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। যেভাবে নিজেদের হোম ম্যাচেও পয়েন্ট হাতছাড়া করেছে তার দল, তাতে ক্রিকেটারদের ওপর বেজায় চটেছেন তাদের কোচ। অবশ্য তার বিরক্ত হওয়ার কারণ মোটেই কম নয়। তার দেশেরই ২ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ এখনো পর্যন্ত আইপিএলে দাগ কাটতে পারেনি। বোলিংয়ের অবস্থা, যতই কম বলা যায় ততই ভালো। কলকাতা নাইট রাইডার্স তো ভাইজাগের মাঠে দিল্লির বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছে। নাইটদের বিপক্ষে প্রথম ৬ ওভারে দিল্লি বোলাররা দিয়েছেন ৮৮ রান। নিয়েছেন মাত্র একটি উইকেট। আর শেষের ৪ ওভারে ইশান্ত শর্মা, নরকিয়ার বিপক্ষে নাইট রাইডার্স করেছে ৬৭ রান। স্লগ ওভারে দলের বোলিং ইউনিটের এই হতশ্রী অবস্থা দেখে চটেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
শুধু বোলিংএর ক্ষেত্রে বাজে পারফরম্যান্সের জন্যই নয়, বোলিংয়ের সময় অত্যধিক সময় অপচয় করা নিয়েও নিজের বিরক্তি প্রকাশ করেন পন্টিং। সাংবাদিক সম্মেলনে এসে ম্যাচের শেষে পন্টিং বিরক্তির সুরে বলেন,' প্রায় দু ঘন্টা সময় লেগেছে দিল্লিকে ২০ ওভার বল করতে। এর ফলে শেষ দু ওভারে মাত্র চার জন ফিল্ডারকে বাইরে রাখা গেছে। যা সত্যিই লজ্জাজনক। এই ম্যাচে অনেক কিছুই হয়েছে যা মেনে নেওয়া যায় না। প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করতে গেলে দ্রুত সেই ভুল দ্রুত সংশোধন করতে হবে"।
তবে ঋষভ পন্তের পারফরম্যান্স নিয়ে যথেষ্টই আশাবাদী পন্টিং। চোট সরিয়ে ফিরে যেভাবে পন্ত রানের মধ্যে ফিরেছেন সেটা দলের জন্য ভালো দিক, বলছেন দিল্লির কোচ। ম্যাচ চলাকালীন হালকা ব্যথা অনুভব করেছিলেন পন্ত। যদিও চোর অতটা গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। ম্যাচে অবশ্য একটি বড় ভুল করে ফেলেছিলেন ঋষভ যার খেসারত দিতে হয়েছে তার দলকে। সুনীল নারিন একটি বলে কট বিহাইন্ড হলেও বোলার বা উইকেটরক্ষক কেউই তা বুঝতে পারেননি। তবে দূর থেকেই রিভিউয়ের জন্য আবেদন জানিয়েছিলেন মিচেল মার্শ। যদিও তাতে প্রাথমিকভাবে কর্ণপাত করেননি দিল্লির অধিনায়ক। পরে রিভিউয়ের সময় অতিক্রান্ত হলে দেখা যায়, রিভিউ নিলে সুনীল নারিন সাজঘরে ফিরতেন। সেই নিয়ে অবশ্য আক্ষেপ রয়েছে পন্টিংয়ের।
অবশ্য দলের খারাপ পারফর্মেন্সের জন্য প্রতিপক্ষ দলের কৃতিত্বকে মোটেই ছোট করার পাত্র নন রিকি পন্টিং। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের ভুয়সী প্রশংসা করে দিল্লির কোচ বলেন, ' পাওয়ার প্লেতে অসাধারণ শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স । প্রথম ৬ ওভারে প্রায় ৯০ রান তুলে ফেলে ছিল। তাই কাজটা তাদের কাছে সুবিধা হয়ে গেছিল। সেখানে দিল্লিকে ম্যাচে ফিরতে গেলে অনেক পরিশ্রম করতে হতো। কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল কোন সুযোগই দেয়নি দিল্লিকে ম্যাচে ফেরার।
রবিবার লিগের লাস্ট বয় মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস দল। সেই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাজধানীর দল।