এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারত খেলতে নামে ভারত। প্রতিপক্ষ নেপাল। আর এই ম্যাচে নেপালকে ২৩ রানে হারিয় সেমিতে জায়গা করে নিয়েছে রুতুরাজের দল। তবে এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন যশস্বী জসওয়াল। ৪৯ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও এদিন দুর্দান্ত ব্যাটিং করেন রিঙ্কু সিং। মাত্র ১৫ বলে ৩৭ রান করেন তিনি। তাঁর ইনিংসটির মধ্যে ২টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি ছিল।
শুধু ব্যাটিং নয়, এদিন দুর্দান্ত একটি ক্যাচ ধরে তাক লাগিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটার। শুধু রিঙ্কু সিং নন, রাহুল ত্রিপাঠীও দুর্দান্ত ক্যাচ ধরার জন্য ঝাপান। যদিও তিনি ক্য়াচ ধরতে না পারলেও সেই বলটি রিঙ্কুর হাতে ছুড়ে দেন তিনি। ক্যাচ ধরতে ভুল করেননি নাইট অধিনায়ক। এশিয়ান গেমসে দুর্দান্ত ক্যাচের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনার সূত্রপাত ভারত বনাম নেপাল ম্যাচে। ১০.৪ ওভারের মাথায় রবি বিষ্ণোইয়ের বলে ছক্কা মারতে যান কুশল মাল্লা। লং অনে ছুটে যান রাহুল। ক্যাচ ধরতে মরিয়া চেষ্টা চালান তিনি। কিন্তু ভারসাম্য রাখতে না পারেননি ত্রিপাঠী। ঠিক সেই সময়ই বুদ্ধি কাজে লাগান এই তরুণ ক্রিকেটার। বল ছুড়ে দেন রিঙ্কুর হাতে। তখনই ক্যাচ ধরে নেন রিঙ্ক। দুই ক্রিকেটারের যুগলবন্দীতে ফিরে যান কুশল মাল্লা। ২২ বলে ২৯ রান করেন তিনি। ভারতের এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তারা।
এদিন ভারত ৪ উইকেট হারিয়ে ২০২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নেপাল ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৭৯ রান। দীপেন্দ্র সিং করেন ৩২ রান। মাত্র ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। পাশাপাশি জন্দীপ জোরা ১২ বলে ২৯ রান করলেও দলকে জাতাতে পারেননি তিনি। ২৩ রানে ম্যাচ জিতে নেয় ভারত। সেই সঙ্গে এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা করে নিল ভিভিএস লক্ষ্মণের ছেলেরা।
এদিন ভারতের হয়ে তিন উইকেট নেন আবেশ খান এবং রবি বিষ্ণোই। ২ উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। এছাড়াও একটি উইকেট নিয়েছেন ভারতের জার্সি গায়ে প্রথম খেলতে নামা সাই কিশোর। টিম ইন্ডিয়া এশিয়ান গেমসের সেমিতে নামবে আগামী শুক্রবার সকাল সাড়ে ৬টায়।