সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। তারা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংস গড়ে। শুধু আইপিএলের ইতিহাসেই নয়, বরং ঘরোয়া টি-২০ ক্রিকেটে বিশ্বের আর কোনও দল কখনও এক ইনিংসে এত রান সংগ্রহ করতে পারেনি।
তবে অবাক করা বিষয় হল, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের একটি ইনিংসে এর থেকেও বেশি রান ওঠার নজির রয়েছে। এমনকি সেই ম্যাচে ৩০০ রানের গণ্ডিও টপকে যায় সর্বকালীন রেকর্ড গড়া সেই দল। যদিও সেটি ছিল দুই সহযোগী দেশের লড়াই। পূর্ণ সদস্য কোনও দেশের আন্তর্জাতিক ম্যাচ অথবা আইসিসির পূর্ণ সদস্য ক্রিকেট বোর্ডের ঘরোয়া টি-২০ লিগের কোনও ম্যাচে এক ইনিংসে এর থেকে বেশি রান আগে কখনও ওঠেনি।
সার্বিকভাবে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংসের নজির গড়ে সানরাইজার্স। ২০ ওভারের ক্রিকেটে এক ইনিংসে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে নেপালের জাতীয় ক্রিকেট দলের নামে। মঙ্গোলিয়ার বিরুদ্ধে গত এশিয়ান গেমসের ম্যাচে নেপাল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩১৪ রানের রেকর্ড ইনিংস গড়ে তোলে।
সোমবার চিন্নাস্বামীতে সানরাইজার্স হায়দরাবাদকে কড়া টক্কর দেয় আরসিবি। পালটা ব্যাট করতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৬২ রানে পৌঁছে যায়। ফলে মাত্র ২৫ রানে ম্যাচ জেতে হায়দরাবাদ। তবে মঙ্গোলিয়ার বিরুদ্ধে এশিয়ান গেমসের সেই ম্যাচে ২৭৩ রানের অবিশ্বাস্য ব্যবধানে জয় তুলে নেয় নেপাল।
আরও পড়ুন:- RCB vs SRH: ২০ ওভারের ম্যাচে ৫৪৯ রান, IPL 2024-এর মঞ্চে তৈরি হল নতুন বিশ্বরেকর্ড
নেপাল বনাম মঙ্গোলিয়া ম্যাচের গতিপ্রকৃতি:-
শুরুতে ব্যাট করে নেপাল ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩১৪ রান সংগ্রহ করে। ৮টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ১৩৭ রান করে অপরাজিত থাকেন কুশল মাল্লা। ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬১ রান করেন রোহিত পাউডেল। ৮টি ছক্কার সাহায্যে ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন দীপেন্দ্র সিং আইরি।
জবাবে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়া ১৩.১ ওভারে মাত্র ৪১ রানে অল-আউট হয়ে যায়। তাও ২৩ রান আসে অতিরিক্ত হিসেবে। ২৭৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে নেপাল।
টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রানের দলগত ইনিংস:-
১. নেপাল- ৩ উইকেটে ৩১৪ রান (বনাম মঙ্গোলিয়া, ২০২৩)।
২. সানরাইজার্স হায়দরাবাদ- ৩ উইকেটে ২৮৭ রান (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০২৪)।
৩. আফগানিস্তান- ৩ উইকেটে ২৭৮ রান (বনাম আয়ারল্যান্ড, ২০১৯)।
৪. চেক প্রজাতন্ত্র- ৪ উইকেটে ২৭৮ রান (বনাম তুরস্ক, ২০১৯)।
৫. সানরাইজার্স হায়দরাবাদ- ৩ উইকেটে ২৭৭ রান (বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ২০২৪)।