শুভব্রত মুখার্জি: দীর্ঘ দিন আইনি লড়াই লড়তে হয়েছে শ্রীলঙ্কার ব্যাটার দনুষ্কা গুণতিলকে-কে। গত বার অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপে খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা দল। সেখানেই দলের সঙ্গে গিয়েছিলেন দনুষ্কা গুণতিলকে। সেখানে গিয়েই তাঁর বিরুদ্ধে ওঠে ধর্ষণের মতন গুরুতর অভিযোগ। অভিযোগ ছিল, মহিলার গলা টিপে ধরারও। সেই অভিযোগ থেকে প্রায় নয় মাস পরে মুক্ত হয়েছেন দনুষ্কা গুণতিলকে। আর তার পরেই তাঁর উপর থেকে সমস্ত রকমের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ফলে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে এখন তাঁর ফেরা কেবলমাত্র সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত, গত নভেম্বরে টি-২০ বিশ্বকাপ চলাকালীন যৌন কেলেঙ্কারির দায়ে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হন এই লঙ্কান ক্রিকেটার। গত মাসের শেষ দিকেই তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল অস্ট্রেলিয়ার আদালত। তবে কোর্ট তাঁকে মুক্তি দিলেও, শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ বহাল ছিল তাঁর বিরুদ্ধে। এবার সেই অভিযোগ থেকেও মুক্তি পেলেন তিনি। ফলে শ্রীলঙ্কার হয়ে খেলতে আর বাধা রইল না তার। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলতে বাধা থাকল না তাঁর।
যৌন কেলেঙ্কারির মামলা অস্ট্রেলিয়াতে চললেও, বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এসএলসি। এবার সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সব ধরনের অভিযোগ থেকে মুক্তি পেলেন শ্রীলঙ্কার এই টপ অর্ডার ব্যাটার।অভিযোগ ছিল, লঙ্কান এই ক্রিকেটার ডেটিং অ্যাপের মাধ্যমে এক মহিলাকে পানশালায় ডেকে পাঠান। পরবর্তীতে ওই মহিলার বিরুদ্ধে গুনতিলকে যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুতর ছিল অনুমতি ছাড়াই, ইচ্ছার বিরুদ্ধে সেই মহিলার সঙ্গে গুনতিলকে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।
এমন কী মহিলার গলা টিপে ধরার অভিযোগও ওঠে।লঙ্কান এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নামে অস্ট্রেলিয়ার স্থানীয় পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর এই চারটি অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন লঙ্কান তারকা। সিডনির আদালত সমস্ত দোষ থেকে অব্যাহতি দিয়ে লঙ্কান এই ক্রিকেটারকে। উল্লেখ্য এর মধ্যে তিনটি অভিযোগ, গত মে মাসেই নাকচ হয়ে গিয়েছিল। লঙ্কান এই ক্রিকেটার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে এবং ৪৬টি টি-২০ খেলেছেন।