শুভব্রত মুখার্জি:- ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সবথেকে সফল রাজ্য দলের নাম একবাক্যে বলা যায় মুম্বইকে। তবে শেষ কয়েকটি মরশুমে কোথাও যেন ছন্দপতন ঘটছে। কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না দল। বিশেষ করে মুম্বই সিনিয়র দলের চলতি মরশুমে গড়পড়তা পারফরম্যান্স উদ্বেগ বাড়িয়েছে। এর মাঝেই নয়া বিতর্কের জন্ম দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার লালচাঁদ রাজপুত। যিনি ঘটনাচক্রে এই মুহূর্তে মুম্বইয়ের ক্রিকেট ইমপ্রুভমেন্ট (উন্নয়ন) কমিটির চেয়ারম্যান। তিনি কড়া বার্তা দিয়েছেন সিনিয়র দলের নির্বাচকদের উদ্দেশ্যে। ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার সময়ে নাকি তাঁর নাম ব্যবহার করা হচ্ছে। আর এতেই বেজায় চটেছেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য এইসব কাজ এক্ষুনি বন্ধ হোক।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, 'আমাকে সম্প্রতি কয়েকজন ক্রিকেটার একটা কথা বলেছে। তারা জানিয়েছে তে তাদেরকে দল থেকে বাদ দেওয়ার সময়ে নাকি আমার নাম ব্যবহার করা হয়েছে। তাদের বলা হয়েছে যে আমি চাইনি বলেই নাকি তাঁরা দলে সুযোগ পাননি। আমি বিষয়টি নিয়ে সরাসরি নির্বাচ কমিটিকে চেপে ধরেছিলাম। তাদের মুখোমুখি হয়েছিলাম। সম্প্রতি প্যানেলের সঙ্গে সিআইসির যে মিটিং হয়েছিল তাতে আমি তাদের মুখোমুখি হয়েছিলাম বিষয়টি নিয়ে। অত্যন্ত খারাপ একটা বিষয়। কখনোই এমনটা হওয়া উচিত নয়।'
তিনি আরও জানিয়েছেন, 'আমি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আমি বিষয়টি নিয়ে অত্যন্ত মনঃক্ষুন্ন হয়েছি। দল নির্বাচনের বিষয়ে আজ পর্যন্ত কোনও দিন আমি কোনও রকম হস্তক্ষেপ করিনি। নির্বাচকদের সেই বুকের পাটাটা থাকা উচিত। একজন ক্রিকেটারকে কি কারণে দলে নেওয়া হল না, কি কারণে তাঁকে বাদ দেওয়া হল এটা বলার ক্ষমতা থাকা উচিত নির্বাচকদের। আমার নাম নিয়ে বা অন্য কোনও আলোচনায় এই বিষয়টিকে এড়িয়ে যাওয়া একেবারেই ঠিক কাজ নয়। আমি যখন এমসিএর জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি সেই সময়ে ও কোনদিন দল নির্বাচনে কোনরকম হস্তক্ষেপ করিনি। দল নির্বাচন একমাত্র নির্বাচকদের কাজ। সেটাতে অন্য কেউ মাথা গলাতে পারে না। এইধরনের ঘটনা আমার সুনামকে নষ্ট করে। কখনও এমন ঘটনা ঘটা উচিত নয়।'