শুভব্রত মুখার্জি:- ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। ব্রিসবেন এবং মেলবোর্নে ইতিমধ্যেই দুটি টেস্ট ম্যাচ জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টটি তারা কার্যত একপেশেভাবে জিতেছে। দ্বিতীয় টেস্টে অবশ্য বেশ লড়াই করেছে পাকিস্তান দল। যদিও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। ম্যাচে বিতর্ক ও অবশ্য কম হয়নি। ম্যাচ শেষে ম্যাচের পর্যালোচনা করতে গিয়ে পাকিস্তান দলের টিম ডিরেক্টর মহম্মদ হাফিজ জানিয়েছিলেন ম্যাচে সার্বিকভাবে অস্ট্রেলিয়ার থেকেও ভালো খেলেছে পাকিস্তান। যার জবাব দিতে গিয়ে প্যাট কামিন্স মজার ছলে কটাক্ষ করেছেন মহম্মদ হাফিজকে।
ম্যাচ শেষে টিম ডিরেক্টর হাফিজ জানিয়েছেন, ‘গোটা ম্যাচকে নিয়ে যদি আমি বলতে যাই তাহলে এটাই বলব আমাদের পাকিস্তান দল অন্য দলের (অস্ট্রেলিয়ার) থেকে সার্বিকভাবে ভালো খেলেছে।’ এরপরেই সাংবাদিক সম্মেলন কক্ষে আসেন প্যাট কামিন্স। তাঁকে হাফিজের বক্তব্য তুলে প্রশ্ন করেন এক সাংবাদিক। যার উত্তরে প্যাট কামিন্স মজার ছলে কিছুটা কটাক্ষ ছুঁড়ে দেন কামিন্সের দিকে। তিনি বলেন, ‘আহ কুল! হ্যা ওরা (পাকিস্তান) আমাদের থেকে ভালো খেলেছে। আমি খুশি যে ম্যাচটা আমরা জিতেছি।’
প্যাট কামিন্স আরও যোগ করে বলেন, ‘দিনের শেষে এটার ( ভালো খেলা বা খারাপ খেলা) আলাদা কোন তাৎপর্য নেই। ম্যাচে জয়টাই আসল।’ ম্যাচে মহম্মদ রিজওয়ানের বিতর্কিত ডিআরএস আউট নিয়ে বলতে গিয়ে হাফিজ জানিয়েছিলেন, ‘আমরা ওই বিশ্লেষণ (আউটের সিদ্ধান্ত) নিয়ে একেবারেই সহমত নই। এটা একেবারেই নির্ভুল বিজ্ঞান নয়। না ডিআরএস সিস্টেম নির্ভুল না আম্পায়ারিং নির্ভুল। তবে এটা ও মানতেই হবে কয়েকটা সিদ্ধান্ত আমাদের পক্ষে যাবে আর কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যাবে। ম্যাচে বেশ কিছু আম্পায়ার্স কল হয়েছে। এটা ম্যাচের অঙ্গ। আমি এটা মনে করি যে এই ম্যাচে দুই দলের কাছেই ৫০-৫০ সুযোগ ছিল ম্যাচ জেতার।’