আইপিএলের মঞ্চে গম্ভীর-কোহলির ঝামেলার ধারাবাহিক ভারতীয় ক্রিকেটমহলে হটকেকের রূপ নিয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্রিকেটের মাঠে খটাখটি লেগেই থাকে দুই তারকার মধ্যে। ২০২৩ আইপিএলে চরম সীমায় পৌঁছয় সেই লড়াই। পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে, গম্ভীরের পক্ষে আরসিবি সমর্থকদের সামনে ঘোরাফেরা করাও দুষ্কর হয়ে যায়। গম্ভীরকে দেখেই কোহলি-কোহলি চিৎকারে বিদ্রুপ শুরু হয়ে যায় সর্বত্র।
এবছর লখনউ সুপার জায়ান্টস ছেড়ে গম্ভীর মেন্টর হিসেবে দায়িত্ব নেয় কলকাতা নাইট রাইডার্সের। এমনিতেই আইপিএলে আরসিবি বনাম কেকেআর ম্যাচ বরাবর উত্তেজক রূপ নেয়। তার উপর গম্ভীর নাইট শিবিরে ফেরায় এবছর আরিসিবি বনাম কেকেআর ম্যাচের আগে থেকেই চর্চা শুরু হয়ে যায় কোহলি বনাম গম্ভীরের সম্ভাব্য দ্বন্দ্ব নিয়ে।
উল্লেখযোগ্য বিষয় হল, গম্ভীরের সঙ্গে কোহলির ঝামেলা শুরু হয়েছিল তখন, যখন গম্ভীর ছিলেন নাইট রাইডার্সের ক্যাপ্টেন। শুক্রবার চিন্নাস্বামীতে ফের কোহলি বনাম গম্ভীরের ডুয়েল দেখার আশায় ছিলেন যাঁরা, অবাক হয়ে যান অন্য ছবি দেখে। চিন্নাস্বামীতে কোহলি-গম্ভীরের লড়াই-ঝগড়া নয়, বরং দেখা যায় উল্টো ছবি।
আরও পড়ুন:- বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা?
প্রথম ইনিংসের স্ট্র্যাটেজিক টাইম-আউটে গম্ভীর যখন নাইট ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে মাঠে নামেন, তখন ব্যাটসম্যান কোহলি ছিলেন মাঠেই। গম্ভীর নিজে থেকে এগিয়ে যান বিরাটের দিকে। কোহলিকেও হাসি মুখে গৌতমের দিকে এগিয়ে যেতে দেখা যায়। দুই ক্রিকেটার একে অপরকে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন। গম্ভীর মেজাজের গৌতমের মুখে ছিল প্রসন্নতা। একগাল হাসি নিয়ে গম্ভীরের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতা সারেন বিরাট।
কোহলি-গম্ভীরের লড়াই ঝগড়া দেখতে অভ্যস্ত সবাই। তাই এমন ছবি কার্যত অপ্রত্যাশিত মনে হয় নেটিজেনদের কাছে। ধারাভাষ্যকারদেরও এমন ছবি অবাক করে। এমনকি ব্রডকাস্টাররা টেলিভিশনের পর্দায় একাধিকবার দেখায় কোহলি-গম্ভীরের সৌজন্য বিনিময়ের ফুটেজ।
অবশ্য বিরাট কোহলি এদিন যে রকম ব্যাট করেন, তা নিশ্চিতভাবেই খুশি করবে না নাইট মেন্টরকে। আরসিবির হয়ে ওপেন করতে নেমে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তিনি শেষমেশ ৫৯ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। সাহায্য নেন ৪টি চার ও ৪টি ছক্কার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরুতে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে কোহলির হাফ-সেঞ্চুরির সুবাদেই।