নিউজিল্যান্ডের হয়ে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। এবার আমেরিকার হয়ে টি-২০ বিশ্বকাপে মাঠে নামা কার্যত নিশ্চিত করে ফেললেন কোরি অ্যান্ডারসন। ৩৩ বছর বয়সী ধ্বংসাত্মক মেজাজের কিউয়ি ব্যাটিং অল-রাউন্ডার জায়গা পেলেন আমেরিকার জাতীয় ক্রিকেট দলে।
নিউজিল্যান্ডের হয়ে ১৩টি টেস্ট, ৪৯টি ওয়ান ডে ও ৩১টি আন্তর্জাতিক টি-২০ খেলা কোরি অ্যান্ডারসন ২০২০ সাল থেকে আমেরিকায় রয়েছেন। তিনি মার্কিন মুলুকের ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করে চলেছেন। তারই পুরস্কার হিসেবে কানাডার বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য আমেরিকার জাতীয় দলে জায়গা করে নিলেন অ্যান্ডারসন। সুতরাং, এবার আসন্ন টি-২০ বিশ্বকাপে যুগ্ম আয়োজকদের হয়ে মাঠে নামতে কোনও অসুবিধাই রইল না তাঁর।
অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে শেষবার মাঠে নামেন ২০১৮ সালের নভেম্বরে। সুতরাং, প্রায় সাড়ে পাঁচ বছর পরে ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। এবার অবশ্য নতুন দেশের জার্সিতে। অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ৬৮৩ রান ও ১৬টি উইকেট সংগ্রহ করেছেন। তিনি কিউয়িদের হয়ে ওয়ান ডে ক্রিকেটে ১১০৯ রান ও ৬০টি উইকেট সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অ্যান্ডারসন ৪৮৫ রান ও ১৪টি উইকেট সংগ্রহ করেছেন।
অ্যান্ডারসন আমেরিকার জাতীয় দলে ঢুকে পড়লেও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্নে জোরালো ধক্কা লাগল উন্মুক্ত চাঁদের। কেননা কানাডার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য আমেরিকার দলে জায়গা হয়নি তাঁর। যদিও একদা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠে নামা হরমীত সিং ডাক পেয়েছেন আমেরিকার জাতীয় দলে। একদা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মিলিন্দ কুমারও জায়গা করে নিয়েছেন আমেরিকা দলে।
সুতরাং, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যেতে পারে দুই ভারতীয় ক্রিকেটারকে। কেননা বিশ্বকাপে আমেরিকা ও ভারত একই গ্রুপে রয়েছে। যদিও উন্মুক্তের সামনে দরজা বন্ধ হয়ে যায়নি এখনও। বিশ্বকাপের আগে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে। কানাডার বিরুদ্ধে কেউ ব্যর্থ হলে বাংলাদেশ সিরিজে উন্মুক্তের সামনে আমেরিকা দলের দরজা খুলে যেতে পারে।
কানাডার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য আমেরিকার স্কোডায়:-
মোনাঙ্ক প্যাটেল (ক্যাপ্টেন), অ্যারন জোনস (ভাইস ক্যাপ্টেন), আন্দ্রিজ গাস, কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, হরমীত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নীতীশ কুমার, নশতুশ কেঞ্জিগে, সৌরভ নেত্রভালকর, শেডলি ভ্যান, স্টিভেন টেলর ও উসমান রফিক। রিজার্ভ ক্রিকেটার- জুয়ানয় ড্রাইসডেল, সাইতেজা মুকামাল্লা, সায়ন জাহাঙ্গির।
আমেরিকা বনাম কানাডা টি-২০ সিরিজের সূচি:-
১. প্রথম টি-২০: ৭ এপ্রিল।
২. দ্বিতীয় টি-২০: ৯ এপ্রিল।
৩. তৃতীয় টি-২০: ১০ এপ্রিল।
৪. চতুর্থ টি-২০: ১২ এপ্রিল।
৫. পঞ্চম টি-২০: ১৩ এপ্রিল।