ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে জায়গা করে নিল ত্রিবাগো নাইট রাইডার্স। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের প্রথম দল হিসাবে ফাইনালে জায়গা করে নিল ত্রিবাগো। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক কারইন পোলার্ড। গুয়েনার হয়ে ওপেন করতে নামেন সাইম আয়ূব এবং ওডেন স্মিথ। এই দুই ব্যাটার শুরুটা বেশ ভালো করেন। আর তাতেই এগিয়ে যেতে থাকে গুয়েনা।
তবে ত্রিনিদাদের বোলাররাও চেষ্টা চালিয়ে যেতে থাকেন। কারণ ফাইনালে যেতে প্রথম থেকেই মরিয়া হয়ে ওঠে। ফলে শুরু থেকেই দাপট বজায় রাখার চেষ্টা করেন। যদিও গুয়েনার উইকেট ফেলতে অনেকটা পরিশ্রম করতে হয় তাদের। স্মিথ ১৫ রানে ফিরে গেলেও আয়ূব দুর্দান্ত ইনিংস খেলে যান। ৪৯ রান করেন তিনি। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়। তবে তাঁর এই ইনিংসটি সাজানো ছিল মাত্র ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
এছাড়া আজম খান কিছুটা হলেও ভরসাদ্বায়ক রান করে দলকে এগিয়ে দেন। তিনি ২৭ বলে করেন ৩৬ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং মাত্র ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। যদিও ততক্ষণে ত্রিনিদাদের বোলাররা ম্যাচে আধিপত্ত দেখাতে শুরু করে দিয়েছেন। কারণ আর কেউই সেই ভাবে বড় রান করতে পারেননি। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে গুয়েনা। ত্রিনিদাদের হয়ে ২টি করে উইকেট নেন ওয়াকার এবং হিন্ডস। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন আলি খান এবং আখিল হোসেন।
১৬৭ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামে নাইটরা। ওপেন করেন ওয়ালটন এবং মার্ক। এই দুই ব্যাটারের মধ্যে মার্ক বড় রান পাননি। তবে ওয়ালটন শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। বলা ভালো, বিপক্ষের বোলারদের কোনও রকম তোয়াক্কা করেননি তিনি। ফলে যা হওয়ার তাই হয়েছে। টার্গেট দেওয়া রানের দিকে এগিয়ে যেতে থাকে নাইটরা। যদিও মার্ক মাত্র ১৫ রান করে ফিরে যান। মাত্র ১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মেরে। এছাড়া নিকোলাস পুরান ওয়ালটনকে যোগ্য সঙ্গ দেন। তিনিও করেন ২৪ বলে ৩৩ রান ২টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। অধিনায়ক পোলার্ড করেন মাত্র ২৩ রান। যদিও ব্যাটন ছিল ওয়ালটনের হাতেই।
মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারেই জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় ত্রিবাগো নাইট রাইডার্স। ৫৭ বলে ৮০ রান করে অপরাজিত থাকেল ওয়ালটন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ফলে গুয়েনাকে ৭ উইকেটে হারিয়ে সিপিএলের ফাইনালে শাহরুখ খানের দল।