২০১১-তে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর পরপর দুইবার সেমিতে বিদায় হয়েছে টিম ইন্ডিয়া। এবার কী সেই পরিণতি বদলাবে, দেশের মাটিতে কি ফির জিতবে ভারত। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় মাতলেন বিশ্বকাপজয়ী দুই তারকা যুবরাজ সিং ও বীরেন্দ্র সেহওয়াগ। একদিকে যুবি যেমন খুব সন্দিহান ভারতের সম্ভাবনা নিয়ে রীতিমত যুক্তি দিয়ে দলকে ফেভারিট ঘোষণা করে দিলেন নজফগড়ের নবাব।
এদিন যুবরাজ এক্স সোশ্যাল মিডিয়ায় লেখেন যে ২০১১-র পুনরাবৃত্তি সবাই চায়। কিন্তু সেখানে তো দল চাপ মোকাবিলা করে জিতেছিল। কিছুটা হলেও এবারেও সেই রকম পরিস্থিতি যখন দলের ওপর প্রত্যাশা আছে ভালো করার। এরপর কিছুটা নেতিবাচক সুরে যুবরাজ লেখেন, ভারতের কী সময় আছে এখনও পরিস্থিতি বদলানোর। এই চাপটি ব্যবহার করে কী খেলা ঘুরিয়ে দিতে পারবে টিম ইন্ডিয়া। সেবারের বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ এরকম একগুচ্ছ প্রশ্ন করেন এক্স প্ল্যাটফর্মে। তবে সেই কথার উত্তর তখনই দেন সেহওয়াগ।
সোশ্যাল মিডিয়ায় বিন্দাস জবাব দেওয়ার জন্য চিরকালই বিখ্যাত বীরু। তাঁর ব্যাটিংয়ের মতোই এখানেও কোনও পরোয়া না করেই স্ট্রেট ব্যাটে উত্তর দেন। যুবরাজকে উত্তরে বীরু বলেছেন যে আমরা চাপ নেব না, লোকের ওপর দেব। গত ১২ বছরে উদ্যোক্তা দেশ জিতেছে, তাই ভারতই ফেভারিট বলে মনে করেন তিনি। প্রসঙ্গত অজি ভূমে জিতেছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। ২০১৯-এ বিতর্কিত বাউন্ডারি কাউন্ট নিয়মে জয়ী হয় ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড লর্ডসের মাটিতে। এবারও তাই আমদাবাদে ভারত জয়ী হবে বলেই সেহওয়াগের আশা।
প্রসঙ্গত, গত কিছু বছরে টি২০-র প্রভাবে অনেকটাই বদলে গিয়েছে ৫০ ওভারের ক্রিকেট। বড় রান হচ্ছে, বোলারদের ওপর দায়িত্ব থাকছে ব্যাট হাতেও প্রাসঙ্গিক হওয়ার। সেখানে ভারতের বোলাররা পিছিয়ে আছেন। সেই কারণেই ভারসাম্যের স্বার্থে অক্ষর, শার্দুলদের দলে রাখতে হয়েছে। নেওয়া যায়নি চাহাল, অশ্বিনের মতো প্লেয়ারদের। ব্যাটিংয়ে চোট সারিয়ে ফিরছেন রাহুল। এদিকে সঞ্জুকে নেওয়া হয়নি ইশান্তের ওপর ভরসা রাখা হয়েছে। সবমিলিয়ে টিম নিয়ে অখুশি অনেকেই। তবে বীরুর মতো সমর্থকরাও চাইবে যে যাবতীয় প্রতিকুলতাকে কাটিয়ে উঠে গত ১২ বছরের ট্রেন্ড ধরে রাখবে টিম ইন্ডিয়া, ট্রফি উঠবে রোহিত শর্মার হাতে।