শুভব্রত মুখার্জি- ক্রীড়াজগতে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের বিভিন্ন জিনিসের প্রতি টান, ভালোবাসা দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম হল ভগবানের প্রতি বা প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। বিভিন্ন সময়ে মাঠের মাঝেই দেখা গিয়েছে এই বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টেও দেখা গিয়েছে এমন এক দৃশ্য। যেখানে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ব্যাট করতে আসার সময়েই বাজতে শুরু করেছিল 'রাম সিয়া রাম' গানটি। যা একেবারে তাঁর জন্য যথার্থ ছিল বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন আমি ভগবান রাম এবং হনুমানের ভক্ত।
প্রোটিয়াভূমে যখনই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ব্যাট করতে নেমেছেন অথবা বোলিং করা শুরু করেছেন বা উইকেট নিয়েছেন তখনই স্টেডিয়ামে বাজতে শুরু করে ‘রাম সিয়া রাম’ গানটি। ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময়ে এই দৃশ্য ছিল বেশ পরিচিত দৃশ্য। ওয়ানডে সিরিজ চলাকালীন সেই সময়ের ভারত অধিনায়ক কেএল রাহুল একবার কেশব মহারাজকে বিষয়টি প্রশ্ন করেছিলেন। রাহুল বলেছিলেন, ‘আপনি যখনই আসেন, তখনই রাম সিয়া রামের গান বাজায়?’ যার উত্তরে তখন কেবল ‘হ্যাঁ’ বলে জবাব দিয়েছিলেন কেশব মহারাজ।
টেস্ট সিরিজের সময় একটি মজার ঘটনাও ঘটেছিল । কেপটাউন টেস্টে যখন মহারাজ ব্যাট করতে আসেন তখন সেই গানটি স্টেডিয়ামে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল। তখন বিরাট কোহলি,কেশব মহারাজের দিকে হাত জোড় করে ধনুক দিয়ে তীর ছোঁড়ার ভঙ্গি করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বিরাটের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।'রাম সিয়া রাম' গান নিয়ে মুখ খুলেছেন কেশব মহারাজ।
তিনি বলেন, ‘এটা আমার প্রবেশের গান। আমি ভগবান রাম এবং হনুমানের ভক্ত। তাই আমি মনে করি এই গানটি আমার সঙ্গে সম্পূর্ণ মানানসই গান।আমিই বলি গান বাজাতে। মাঝে মাঝে আমি নিজে এগিয়ে যাই এবং বলি এই গানটি বাজান। আমার কাছে ভগবানই সবচেয়ে বড় আশীর্বাদ। তিনি আমাকে পথ দেখান, সুযোগ দেন। সুতরাং আমি অন্তত এটাই করতে পারি। ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করা জরুরি। ব্যাকগ্রাউন্ডে ‘রাম সিয়া রাম’ বাজানো শুনতে আমার ভালো লাগে।’