বাংলা নিউজ > ক্রিকেট > 2024 IPL-এ পন্ত কি সত্যিই প্রত্যাবর্তন করতে পারবেন? বড় আপডেট দিলেন DC-র কর্তা

2024 IPL-এ পন্ত কি সত্যিই প্রত্যাবর্তন করতে পারবেন? বড় আপডেট দিলেন DC-র কর্তা

ঋষভ পন্ত।

আদৌ ঋষভ পন্ত এই মরশুমে আইপিএল খেলতে পারবেন? দিল্লি ক্যাপিটালসের শীর্ষ কর্মকর্তা পিকেএসভি সাগর শুক্রবার তারকা খেলোয়াড়ের প্রত্যাবর্তনের বিষয়ে নীরবতা ভেঙেছেন। ২০২২ সালের ডিসেম্বরে একটি গাড়ি দুর্ঘটনার পর থেকে পন্ত ২২ গজের বাইরে।

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঋষভ পন্ত কি প্রত্যাবর্তন করতে পারবেন? তা নিয়ে জোর জল্পনা চলছে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেই অবার তাঁকে এবার দলে রাখা হয়েছে? আদৌ তিনি এই মরশুমে আইপিএল খেলতে পারবেন?

দিল্লি ক্যাপিটালসের শীর্ষ কর্মকর্তা পিকেএসভি সাগর শুক্রবার তারকা খেলোয়াড়ের প্রত্যাবর্তনের বিষয়ে নীরবতা ভেঙেছেন। ২০২২ সালের ডিসেম্বরে একটি গাড়ি দুর্ঘটনার পর থেকে পন্ত ২২ গজের বাইরে। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান সেই চোট সারিয়ে দ্রুত সেরে ওঠার প্রচেষ্টা চালাচ্ছেন। এর জন্য তিনি কঠোর অনুশীলন করছেন। এবং সম্ভবত এই বছর তিনি ২২ গজে ফিরে আসবেন। আইপিএলে তাঁর প্রত্যাবর্তনের প্রথম ইঙ্গিতটি নভেম্বরেই পাওয়া গিয়েছিল, তিনি যখন কলকাতায় দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দিয়েছিলেন, যে শিবিরে সৌরভ গঙ্গোপাধ্যায় (ক্রিকেট পরিচালক), রিকি পন্টিং (প্রধান কোচ) এবং প্রভীন আমরে (সহকারী) সহ দলের সিনিয়র সাপোর্ট স্টাফেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অভিষেকের ১১৪, করণ লাল-সূরজের হাত ধরে দ্বিতীয় দিনের শেষে চারশোর কাছে বাংলা

পরবর্তীকালে পন্ত আইপিএল নিলামের আগে খেলোয়াড়দের ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনায় অংশ নেন। সাগর বলেছেন যে, তারা আশা করছেন, ভারতের উইকেটরক্ষক ব্যাটার শীঘ্রই ফিরে আসবেন এবং ২০২৪ আইপিএলে খেলবেন। পন্ত ২০১৬ সাল থেকে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং ৯৮ ম্যাচে ৩৪.৬১ গড়ে, ১৪৭-এর বেশি স্ট্রাইক রেট সহ ২,৮৩৮ রান করেছেন। একটি সেঞ্চুরি এবং ১৫টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামে।

আরও পড়ুন: ১৩০ রানের ঝোড়ো ইনিংস,তবু জেতাতে পারলেন না জুয়েল অ্যান্ড্রু, কর্ণ হয়ে মনে করালেন গেইল,পুরানের কথা

আইএলটি২০-তে গিয়ে সাগর এএনআই-কে বলেছেন, ‘হ্যাঁ, আমরা আশা করছি যে, ও এই মরশুমে আইপিএল খেলতে পারবে। ও সবচেয়ে বড় খেলোয়াড়..... ও যদি খেলে, তা হলে আমাদের জন্য ভালো হবে। আমাদের কোচ এবং ফিজিয়োরা ওকে নিয়ে কাজ করছে এবং সবচেয়ে ভালো দিক হল ও খুব ভালো ভাবে সেরে উঠছে। আমরা আশা করি, মার্চের মধ্যে ও ফিট হয়ে আমাদের জন্য খেলবে,’

আইএলটি২০-তে দুবাই ক্যাপিটালস নামে একটি দলও রয়েছে, যার নেতৃত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রসঙ্গত, ২০২৩ আইপিএলে ঋষভ পন্ত আইপিএল খেলতে পারেননি। তাঁর বদলে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্নার। তবে দিল্লি গত বার আইপিএলে খুব খারাপ ফল করেছিল। ১৪ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে তারা জিতেছিল। ৯টি ম্যাচই হেরেছিল। ১০ পয়েন্ট নিয়ে সেকেন্ড লাস্ট বয় হিসেবে আইপিএল শেষ করেছিল দিল্লি। এবার তাই তারা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.