শুভব্রত মুখার্জি:- সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স করেছিল আফগানিস্তান দল। তিন তিনটি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে জিতেছিল তারা। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল আফগানিস্তান দল। তাদের ভাগ্য ভালো থাকলে সেমিফাইনালেও খেলতে পারতেন রশিদ খানরা। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের এই জয়টা তাদের কাছে নিঃসন্দেহে স্মরণীয় ছিল। একে পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় তার উপরে বিশ্বকাপের মঞ্চে জয়। সেই ম্যাচে আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। ম্যাচে হারের পর কেমন ছিল তৎকালীন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের মনোভাব। ঠিক কী কথা হয়েছিল তা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও সেই মুহূর্তটি নিয়ে মুখ খুলেছেন গুরবাজ।
ম্যাচ শেষে গুরবাজ, বাবর আজমের থেকে তাঁর ব্যাটটি উপহার হিসেবে চেয়েছিলেন। সেই বিষয়টি নিয়ে বলতে গিয়েই গুরবাজ বলেন, ‘যখন বাবর তাঁর ব্যাটটি নিয়ে এল আমার কাছে ওঁকে দেখে খুব হতাশ মনে হচ্ছিল। তিনি ম্যাচটা হেরে গিয়ে খুব স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন। একজন ক্রিকেটার হিসেবে আমি এটা উপলব্ধি করতে পারি। ম্যাচ হারের পরে স্বাভাবিকভাবেই একজন ক্রীড়াবিদের উপরে মানসিক চাপ তৈরি হয়। ফলে হতাশা আসে। বিশ্বকাপের ওই ম্যাচে হারের ফলে প্রবল চাপে ছিলেন বাবর আজম।’
গুরবাজকে প্রশ্ন করা হয় আফগানিস্তান ম্যাচ হারের পরে বাবর কি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন? জবাবে গুরবাজ জানান, ‘আমাকে বিশ্বাস করুন আমি এই কথাটা ক্যামেরার সামনে বলতে পারব না। তবে এই টুকুই আমি শুধু বলব বাবরকে দেখে মনে হয়েছিল ও হয়তো কেঁদেই ফেলবে। এতটাই দেশের হয়ে লড়াই করতে মুখিয়ে থাকে একজন ক্রিকেটার। এতটাই হতাশ দেখিয়েছিল বাবরকে যে এর আগে আমি কোনও দিন কোন ক্রিকেটারকে ম্যাচে হেরে গিয়ে এই ভাবে হতাশ হতে দেখিনি। সবাই যেন ওর বিরুদ্ধে ছিল । দেখে এমনটাই মনে হয়েছিল আমার।’ ২০২৩ ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান দল। এরপর দেশে ফেরার পর সব ফর্ম্যাটেই জাতীয় দলের অধিনায়কত্ব হারান বাবর আজম। টেস্টে দায়িত্ব দেওয়া হয় শান মাসুদকে। সংক্ষিপ্ত ফর্ম্যাটে দায়িত্ব পান শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান দল এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়াতে। সেখানে প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে তারা আপাতত প্রস্তুতি ম্যাচ খেলছে।