শুভব্রত মুখার্জি- ২০২৩ ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের শেষে প্রথম চারটি দল নির্ধারণ হয়ে গিয়েছে। পয়েন্টের বিচারে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। আর চতুর্থ স্থানে থেকে নিউজিল্যান্ড গিয়েছে সেমিফাইনালে। ১৫ নভেম্বর এই দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারত। নিজেদের গ্রুপ পর্যায়ে নটি ম্যাচের নটিতেই জিতেছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় দলকে আটকানো যে কঠিন তা বিলক্ষণ জানে নিউজিল্যান্ড দল। তাই সেমিফাইনালের লড়াইতে নামার আগে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে বাজিমাত করতে চাইছে কিউয়ি দল, আর সেটা স্পষ্ট করে দিয়েছেন ডেভন কনওয়ে।
প্রসঙ্গত ভারতীয় পরিবেশ পরিস্থিতির সঙ্গে বেশ পরিচিত ডেভন কনওয়ে। তিনি আইপিএলে পাঁচ বারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিত খেলেন। ফলে ভারতের ২২ গজের সঙ্গে বেশ পরিচিত রয়েছেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটের শেয়ার করা এক ভিডিয়োতে ডেভন কনওয়েকে বলতে শোনা গিয়েছে, ‘এটা নিয়ে কোনও সন্দেহই নেই যে ভারতীয় দল খুব অভিজ্ঞ দল। এই মুহূর্তে ওরা দুরন্ত ছন্দে রয়েছে। গ্রপ পর্বে বেশ কিছু দুরন্ত ক্রিকেট খেলেছে ওরা। সেমিফাইনালেও ওরা সেই ছন্দ ধরে রাখতে চাইবে। ওদের দলটাও খুব শক্তিশালী। ফলে আমাদের সামনে নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। তবে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে তৈরি রয়েছি আমরাও। সেমিফাইনালে আয়োজক দেশের বিরুদ্ধে খেলতে পারাটাও বেশ উত্তেজনার। আমরা এই ম্যাচটা খেলতে মুখিয়ে রয়েছি।’
ওপেনিং ব্যাটার আরও যোগ করে বলেন, ‘আমরা সবাই জানি সেমিফাইনালে খেলাটা আমাদের কাছে খুব কঠিন এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। এই চ্যালেঞ্জ নিতে দলের সকলে প্রস্তুত। আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের দলে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। যারা এই রকম পরিস্থিতিতে আগেও থেকেছে বা পড়েছে। আমরা তাই তাদের অভিজ্ঞতাকে এই ম্যাচে কাজে লাগিয়ে ম্যাচ জিততে চাইব। আমাদের লক্ষ্য হল বিশ্বকাপের ফাইনালে খেলা। আমরা সেই লক্ষ্যের থেকে মাত্র একধাপ দূরে রয়েছি। দলের সকলেই খুব উত্তেজিত। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। আর সেটাকেই চালিয়ে যেতে চাই আমরা। আর সেটা করতে পারলেই আমরা কাজের কাজটা করতে পারব।’