দেবেগৌড়ার নাতি তথা হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে যৌন কেলেঙ্কারি কাণ্ডে শোকজ নোটিশ ধরাল জেডিএস। পাশাপাশি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হল। এর আগে সম্প্রতি প্রজ্জ্বলের হয়ে প্রচার করে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে দু'দিন আগে জেডিএস প্রার্থীর যৌন কেলেঙ্কারির ভিডিয়ো ফাঁস হয়ে যায়। একাধিক মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। প্রজ্জ্বলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে কর্ণাটকের কংগ্রেস সরকার। এই আবহে আবার দাবি করা হচ্ছে, প্রজ্জ্বল দেশ ছেড়ে জার্মানি চলে গিয়েছেন। এই সবের মাঝে দেবেগৌড়ার নাতিকে দল থেকে সাসপেন্ড করার বিষয়ে চাপ সৃষ্টি হচ্ছিল জেডিএস-এর একাংশের মধ্য থেকেই। এই আবহে আজ প্রজ্জ্বল রেভান্নাকে দল থেকে সাসপেন্ড করলেন ঠাকুরদা দেবেগৌড়া। (আরও পড়ুন: অসমে পরপর ৫ বার বিজেপিকে ভোট একই ভোটারের? জানুন ভাইরাল ভিডিয়োর সত্যতা)
আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদী খলিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর? কানাডাকে কথা শোনাল MEA
আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! ডিএ-র পর বৃদ্ধি পেল আরও দু'টি ভাতা, মিলবে ১১২৫০ টাকা
উল্লেখ্য, 'সেক্স ভিডিয়ো' কেলেঙ্কারি কাণ্ডে সম্প্রতি নাম জড়া প্রজ্জ্বল এবং তাঁর বাবা তথা দেবেগৌড়ার মেজো ছেলে জেডিএস বিধায়ক এইচডি রেভান্নার। এই ঘটনায় যৌন হেনস্থার এফআইআর হয় রেভান্নাদের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতা মহিলা দাবি করেন, তাঁকে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে বহুবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। তাঁর অভিযোগ, প্রজ্জ্বলের বাবা এইচডি রেভান্নার স্ত্রী যখনই বাড়িতে থাকতেন না, তখনই পরিচারিকাদের ওপর যৌন নির্যাতন চালাত জেডিএস বিধায়ক। (আরও পড়ুন: সত্যি কি ভারসাম্য হারিয়ে ফেলেছিল শাহের হেলিপ্টার? বিবৃতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক)
আরও পড়ুন: অবিশ্বাস্য ৯% পর্যন্ত সুদ মিলছে ফিক্সড ডিপোজিটে, কোন ৮ ব্যাঙ্ক দিচ্ছে এই সুবিধা?
আরও পড়ুন: 'অভিযুক্তকে বাঁচাতে কেন আবেদন?' সন্দেশখালি মামলায় সুপ্রিম প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য
নির্যাতিতার অভিযোগ, তিনি কাজে যোগ দেওয়ার তিন মাস পরে প্রজ্জ্বল রেভান্না তাঁকে তাঁর কোয়ার্টারে ডাকতেন। রেভান্নাদের বাড়িতে মোট ৬ জন মহিলা কর্মচারী ছিলেন। অভিযোগকারী নির্যাতিতার কথায়, 'যখনই প্রজ্জ্বল রেভান্না বাড়ি ফিরতেন আমরা ৬ মহিলা কর্মী তটস্থ হয়ে যেতাম। এমনকী বাড়ির পুরুষ কর্মচারীরাও আমাদের সাবধানে থাকার পরামর্শ দিতেন।' এরপর সেই নির্যাতিতা অভিযোগ করেন, যখনই এইচডি রেভান্নার স্ত্রী বাড়িতে থাতেন না, তখনই তিনি স্টোররুমে মহিলাদের ডাকতেন এবং যেখানে সেখানে হাত দিতেন। আবার এর বদলে তিনি সেই নির্যাতিতাদের হাতে ফল তুলে দিতেন। তখন তিনি মহিলা কর্মীদের শাড়ির পিম খুলে দিতেন এবং নানান ভাবে যৌন হেনস্থা করতেন। এদিকে অভিযোগকারী দাবি করেন, প্রজ্জ্বল রেভান্না তাঁর মেয়ের সঙ্গে ভিডিয়ো কলে দুর্ব্যবহার করেছিলেন। এই আবহে তাঁর মেয়ে প্রজ্জ্বলের ফোন নম্বর ব্লক করে দেয়। (আরও পড়ুন: বাম জমানায় 'গুন্ডা' থেকে তৃণমূলের নেতা, কীভাবে টেন্ডার দুর্নীতি চালাত শাহজাহান?)
আরও পড়ুন: জলস্তর নামছে হুগলি নদীর, প্রবল গরমে এবার নয়া সংকটের মুখে তিলোত্তমা
এদিকে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, প্রজ্জ্বল রেভান্না নাকি ভারত ছেড়ে বিদেশে চলে গিয়েছেন। এই আবহে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যদি অভিযুক্ত দেশ ত্যাগ করে থাকেন, তাহলে তাঁকে এখানে ফিরিয়ে নিয়ে আসা বিশেষ তদন্তকারী দলের দায়িত্ব। আমরা কাউকে কোনও নির্দেশ দেব না। যা করার তদন্তকারীরা করবেন।