বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > NZ vs NED, ICC ODI World Cup 2023: ডাচেদের বিরুদ্ধে ম্যাচেও পাওয়া যাবে না উইলিয়ামসনকে, ফিরতে পারেন সাউদি-ফার্গুসন

NZ vs NED, ICC ODI World Cup 2023: ডাচেদের বিরুদ্ধে ম্যাচেও পাওয়া যাবে না উইলিয়ামসনকে, ফিরতে পারেন সাউদি-ফার্গুসন

কেন উইলিয়ামসন।

কেন উইলিয়ামসন এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি। তিনি পুরো ফিট হতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে নিউজিল্যান্ড ফাস্ট বোলার টিম সাউদি এবং লকি ফার্গুসনকে সম্ভবত নেদারল্যান্ডলের বিরুদ্ধে পাওয়া যাবে। যা স্বস্তি দেবে কিউয়িদের।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের তাদের দ্বিতীয় ম্যাচও খেলতে পারবেন না। আসলে রবিবার কিউয়িদের প্রধান কোচ গ্যারি স্টেড চোট নিয়ে যে আপডেট দিয়েছেন, তাতেই জানা গিয়েছে, কেন উইলিয়ামসনকে তাদের দ্বিতীয় ম্যাচেও পাওয়া যাবে না।

উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের পর কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড স্কোয়াডের সঙ্গে অনুশীলন করেছিলেন। তবে হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও উইলিয়ামসনকে সাইডলাইনেই থাকতে হবে।

কেন উইলিয়ামসন এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি। তিনি পুরো ফিট হতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে নিউজিল্যান্ড ফাস্ট বোলার টিম সাউদি এবং লকি ফার্গুসনকে সম্ভবত নেদারল্যান্ডলের বিরুদ্ধে পাওয়া যাবে। যা স্বস্তি দেবে কিউয়িদের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত, ম্যাচের যাবতীয় তথ্য পেতে ক্লিক করুন এই লিঙ্কে: https://bangla.hindustantimes.com/cricket/world-cup/ind-vs-aus-wc-live-india-vs-australia-world-cup-live-updates-and-score-in-bengali-31696740170749.html

তবে মনে করা হচ্ছে, ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন উইলিয়ামসন। ৩৩ বছর বয়সী পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের হয়ে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। প্রথম প্রস্তুতি ম্যাচে শুধু ব্যাট করেছিলেন। দ্বিতীয়টিতে ফিল্ডিংও করেছিলেন। তবে বিশ্বকাপের শুরুতেই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না কিউয়ি শিবির।

এই বছরের শুরুর দিকে আইপিএল খেলতে এসে, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ফিল্ডিং করার সময়ে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে ক্রাচ নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। বিমানবন্দরের সেই দৃশ্য দেখে অনেকেই আঁতকে উঠেছিলেন। অস্ত্রোপচার করাতে হয়েছিল। সেখান থেকে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উইলিয়ামসনের বিশ্বকাপের দলে ফেরাটা নিঃসন্দেহে বড় কৃতিত্বের।

আরও পড়ুন: ২০১১ সালের বিশ্বজয়ী দল অনেক বেশি ঐক্যবদ্ধ ছিল- ভারত অভিযান শুরুর করার আগেই চাঞ্চল্যকর দাবি হরভজনের

রবিবার নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘কেন খুব দ্রুত সেরে উঠছে। আমি মনে করি, ফিল্ডিংই একমাত্র জায়গা যেখানে ও আরও ভালো করতে পারে। এবং আস্তে আস্তে ও ওর শরীরের ওপর ভরসা করতে পারছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে, ও আমাদের হয়ে তৃতীয় ম্যাচে খেলতে পারবে। রবিবার আমাদের আরেকটি ট্রেনিং সেশন আছে, তাই আমরা সেই ট্রেনিং শেষ করার পরেই দল (নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য) চূড়ান্ত করব। তবে তবে কেনের বর্তমানে যে অবস্থা, আমাদের মনে হচ্ছে তৃতীয় ম্যাচ থেকেই ও টুর্নামেন্ট শুরু করতে পারবে।।’

ফার্গুসন এবং সাউদি- এই পেস জুটির ক্ষেত্রে, স্টেড ইতিবাচক রয়েছেন। তিনি বলেছেন, ‘লকি ফার্গুসন প্রশিক্ষণে সত্যিই ভালো ছন্দে রয়েছে। ও রবিবারও ঠিকঠাক থাকলে, দ্বিতীয় ম্যাচে ওকে পাওয়া যাবে। টিম সাউদিও খুব ভালো ভাবে অনুশীলন করছে। ও বোলিং ক্রিজে এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রেও ভালো ছন্দে রয়েছে।’ সঙ্গে স্টেড যোগ করেছেন, ‘সাউজি রবিবার সকালে একটি চূড়ান্ত এক্স-রে করাবে এবং তার পরে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব।’

ক্রিকেট খবর

Latest News

প্রাণনাশের হুমকি, দিল্লি থেকে তড়িঘড়ি মুম্বইতে ফিরলেন মুনাওয়ার ফারুকি ভয়কে জয়, আন্দোলন থেকে সরছি না, অকপট জুনিয়র ডাক্তার, বাংলায় রাজনীতির নয়া দিশা? বিরাট কোহলি কে? ক্রিকেট কী? ভাইরাল ভিডিয়ো দেখে অবাক সকলেই! সামনে উঠে এল আসল সত্য জঙ্গলমহল, পাহাড়, ব্যারাকপুরকে 'ঠান্ডা' করেছেন- সেই মনোজ পারবেন কলকাতাকে সামলাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত! কলকাতা লিগের সুপার সিক্সে দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে… চাইলেন সূর্যকুমার যাদব হতে! দলকে ডুবিয়ে,লোক হাসিয়ে মাঠ ছাড়লেন পাক ক্রিকেটার… ভোটের আগেই সঙ্কটে এমভিএ শিবির, মুখ্যমন্ত্রী হতে চান, অকপট এনসিপি নেতা অজিত সিপিএমের মীনাক্ষীকে ‘মিনু মাসি’ বলে কটাক্ষ পরিচালক-পত্নীর, তোপ শ্রীলেখার আগামিকালের চন্দ্রগ্রহণ ৩ রাশির জন্য হতে চলেছে বিপজ্জনক, থাকতে হবে খুব সতর্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.