বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC IND vs BAN: ১৯৯৬-তে এই পুণেতেই কেনিয়া হারিয়েছিল WI-কে, এবার অঘটনের স্বপ্নে বুঁদ বাংলাদেশ

ICC CWC IND vs BAN: ১৯৯৬-তে এই পুণেতেই কেনিয়া হারিয়েছিল WI-কে, এবার অঘটনের স্বপ্নে বুঁদ বাংলাদেশ

পুণে স্টেডিয়াম। ছবি-পিটিআই (PTI)

১৯৯৬ সালে শেষবার পুণেতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়। সেবার কেনিয়া হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। এবার ২৭ বছর পর ফের সেখানে বসছে বিশ্বকাপের আসর। 

ক্রিকেট মানেই শেষ বলের খেলা। এই বিশ্বকাপে তার পরিষ্কার প্রমাণ দিয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। তবে এই অঘটন বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নয়। এর আগেও বহুবার ঘটেছে ক্রিকেট বিশ্বের বৃহত্তম মঞ্চে দুর্ঘটনা। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু অঘটন হলো ১৯৯৯ সালে বাংলাদেশের পাকিস্তানকে হারানো, ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার শ্রীলঙ্কাকে হারানো , ২০০৭ সালে বাংলাদেশের ভারতকে হারানো, আয়ারল্যান্ডের পাকিস্তানকে হারানো এবং একই বিশ্বকাপে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকাকে হারানো। এছাড়াও রান তাড়া করার ক্ষেত্রে বড় অঘটনটি ঘটিয়েছিল আয়ারল্যান্ড। ২০১১ সালের ঘটনা। সেই ম্যাচে ইংল্যান্ডের তৈরি করা বড় রানের লক্ষ্য বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করে জিতে নিয়েছিল আয়ারল্যান্ড। তবে এই বিশ্বকাপে ভারতের ম্যাচ হাতে চলেছে সেই ময়দানে যেখানে ১৯৯৬ সালের বিশ্বকাপে ঘটেছিল বড়ো অঘটন।

কি সেই অঘটন? তার আগে বলে রাখা ভালো, ওই অঘটনের পর সেই মাঠে খেলা হয়েছে তিন হাজারেরও বেশি ম্যাচ। এবার সেই গ্রাউন্ড ২৭ বছর পর একটি বিশ্বকাপের ম্যাচ পেয়েছে। এখানে কথা বলা হচ্ছে পুণের সেই ময়দানের যেখানে কেনিয়ার মতো এক দুর্বল দল পরাজিত করেছিল দুবারের বিশ্বজয়ী দল ওয়েস্ট ইন্ডিজকে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় কেনিয়া। জবাবে রান তারা করতে নেবে ৯৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এটা সেই ম্যাচ যেটা ক্রিকেটে অঘটন কি জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

এই ম্যাচকে ঘিরে সমস্ত স্মৃতি নিয়ে মন্তব্য পেশ করে প্রাক্তন ক্রিকেট তারকারা। তাঁদের একটাই বক্তব্য তারা আশাই করতে পারেননি যে কেনিয়ার মতো একটি দল সেই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মত এক শক্তিশালী দলকে হারাতে পারবে। এবার এই পুণেতেই আগামীকাল মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

উল্লেখ্য, ইতিমধ্যে পরপর তিনটি ম্যাচ জিতে শীর্ষস্থানে এবং চালকের আসনে ভারত। অন্যদিকে প্রথম ম্যাচের পর বাকি ম্যাচগুলি হেরেছে শাকিব আল হাসান বাহিনী। সুতরাং মানসিকভাবে একটা চাপে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগ ভালো খেলা দেখানোয় আত্মবিশ্বাস ভর্তি টিম ইন্ডিয়া শিবিরে। এবার দেখার বিষয় অঘটন হওয়া ময়দানে ফের কোনও অঘটন ঘটে কিনা। তবে শেষ হাসি ফুটবে কার মুখে, সব উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার।

ক্রিকেট খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ? ‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.