টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি রবিবার ইডেন গার্ডেন্সে তাঁর কেরিয়ারের ৪৯ তম ওডিআই সেঞ্চুরিটি পূর্ণ করেছেন। এর ফলে তিনি একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ডের সমতুল্য সেঞ্চুরি করেছেন। তাঁকে এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার জন্য ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে এক আসনে বসানো হয়ে থাকে। বিরাট কোহলি, তাঁর ৩৫ তম জন্মদিনে, কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে ১১৯ বলে ১০টি চার মেরে এই ল্যান্ডমার্কে পৌঁছেছিলেন। প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে একই মাঠে বিরাট কোহলি তাঁর প্রথম ওডিআই সেঞ্চুরিটিও করেছিলেন। এই ফর্ম্যাটে ৪৯টি সেঞ্চুরি করতে বিরাট কোহলি ২৭৭টি ইনিংস খেলেছিলেন। যেখানে তেন্ডুলকর খেলেছিলেন ৪৩৮টি ওডিআই ম্য়াচ।
রবিবার কোহলির এই বিশাল কৃতিত্বের পরে, ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এই ব্যাটারের প্রশংসা করেছিলেন। এদিন তিনি সচিন তেন্ডুলকরের একটি রেকর্ডের কথাও বলেছিলেন। রবি শাস্ত্রী বলেন, যখন ‘মাস্টার ব্লাস্টার’ টেস্টে সুনীল গাভাসকরের সেঞ্চুরি রেকর্ডটি তাড়া করছিলেন তখন সচিন তেন্ডুলকর বেশ কয়েকটা রাত ঘুমতে পারেননি। ভারতীয় কিংবদন্তি দীর্ঘতম ফর্ম্যাটে সর্বাধিক টন (৩৪) রেকর্ড করেছিলেন এবং ২০০৪ সালে গাভাসকরের এই রেকর্ডের সমান করেছিলেন তেন্ডুলকর।
বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরি নিয়ে কথা বলতে গিয়ে স্টার স্পোর্টসে মিড-ইনিংস শো চলাকালীন রবি শাস্ত্রী বলেন, ‘এটা আশ্চর্যজনক। আমরা রেকর্ডে আচ্ছন্ন একটি দেশ। আমরা শত শত আবিষ্ট। আর সানি ছিলেন ট্রেন্ডসেটার। আমার মনে আছে সচিন তেন্ডুলকর যখন তাঁর ৩৪তম টেস্ট শতরানটা তাড়া করছিলেন, তখন এটা সহজ ছিল না। তিনি অনেকগুলো রাত ঘুমাতে পারেননি। তিনি ৭০ এবং ৮০ এর ঘরে আউট হচ্ছিলেন। বিরাট কোহলির মতোই এটি কিছুটা সময় নিয়েছিল।’
রবি শাস্ত্রী আরও বলেন, ‘আজ, এটি একটি খুব গণনাপূর্ণ ইনিংস ছিল। বল ব্যাটে আসছিল না। সেই সময়ে বোলারদের খেলাটা সহজ ছিল না। তাই, বিরাট কোহলি এদিন প্রাথমিক চাপ সামলে নিজের সময় নিয়ে তারপরে রান করেছিলেন।’ কোহলি এখন পর্যন্ত দুর্দান্ত বিশ্বকাপ খেলেছেন। চলতি বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম (১০৩*) প্রথম শতরান করেছিলেন। ২০২৩ সালের টুর্নামেন্টে তার পাঁচটি অর্ধশতক রয়েছে। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় কোহলি দুইবার তেন্ডুলকরের রেকর্ডের সমানে পৌঁছেছিলেন। যাইহোক, তিনি কিউয়িদের বিরুদ্ধে তার সেঞ্চুরির মাত্র পাঁচ রানের জন্য মিস করেছিলেন। তবে এবার সকলের একটাই প্রার্থনা করছেন, সকলেই চাইছেন শীঘ্রই যেন বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে নিজে ৫০তম শতরানটি পূর্ণ করুন এবং সচিন তেন্ডুলকরের রেকর্ডটি টপকে যান। এখন দেখার বিরাট কোহলি এটা করতে কত দিন সময় নেন।