শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেট দলের জন্য এই মুহূর্তে কোন কিছুই যেন ঠিকঠাক ভাবে চলছে না। পরপর তিন ম্যাচে হার তো রয়েইছে, পাশাপাশি রয়েছে ড্রেসিংরুমে অশান্তির নানা খবর। যদিও সেই ঘটনার সত্যাসত্য যাচাই করা সম্ভব নয়। তবুও কোথাও যে সুর, তাল, ছন্দ কাটছে, তা একেবারেই স্পষ্ট। এমন আবহে এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন পাকিস্তানি তারকা পেসার উমর গুল। তাঁর করা মন্তব্যের ফলে, এবার প্রশ্ন উঠে গিয়েছে পাক অধিনায়ক বাবর আজমের ব্যবহার নিয়েই।
আরও পড়ুন: ব্রিটিশদের বিরুদ্ধে সূর্য-অশ্বিন খেলবেন? লখনউয়ে ভারতের প্রথম অনুশীলনে মিলল ইঙ্গিত
দলের কঠিন সময়ে সমালোচনা যেন অধিনায়ক বাবর আজমের পিছু ছাড়ছে না! মাঠে পাকিস্তান অধিনায়ক একেবারেই আক্রমণাত্মক নন, তা নিয়ে সমালোচনা তো চলছেই। এবার বাবর সম্পর্কে নতুন এক বিস্ফোরক তথ্য দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুল। যে অভিযোগের ফলে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। চলতি বিশ্বকাপে তাদের শেষ তিন ম্যাচেই হেরেছে পাকিস্তান। তবে বিশ্বকাপে পাকিস্তান দল শুরুটা করেছিল দুর্দান্ত ভাবে। প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা পাকিস্তান দল পরের তিন ম্যাচে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। এর পরেই বাবরের পাশাপাশি সিনিয়র ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ও শাদাব খানদের কঠোর সমালোচনা হচ্ছে। কেন বাবরকে মাঠে তাঁরা পরামর্শ দিচ্ছেন না- সেই প্রশ্নও উঠেছে। এই প্রসঙ্গে গুলের দাবি, বাবর চান না অন্য কেউ বোলারদের পরামর্শ দিক!
পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমকে উমর গুল বলেছেন, ‘যখন আমি পাকিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলাম, দু-একটা ঘটনা আমি দেখেছি। বোলারের সঙ্গে কথা বলায় রিজওয়ান ও শাদাবকে তিরস্কার করেছিল অধিনায়ক বাবর আজম। হয়তো সিনিয়রদের বলা হয়েছে, অধিনায়ক ছাড়া আর কেউ যেন কোনও পরামর্শ না দেয়। তবে সাধারণত অধিনায়ককে সিনিয়র ক্রিকেটাররা পরামর্শ দিয়ে থাকে।’
প্রসঙ্গত চলতি বছরে গত মার্চে আফগানিস্তান সিরিজে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন গুল। সেই সিরিজে যদিও পাক দল বাবর ও রিজওয়ানকে বিশ্রাম দিয়েছিল। সেই সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব করেছিলেন শাদাব খান। গুলের এমন মন্তব্য ভাইরাল হয়েছে। এর পর অনেকেই প্রশ্ন তুলেছেন, বাবর–রিজওয়ান স্কোয়াডে না থাকলে, কী ভাবে এই ঘটনা ঘটতে পারে? এর জবাব অবশ্য গুল এখনও দেননি।