বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ODI Rankings-এ বিশাল লাফ দিয়ে শীর্ষে উঠলেন আফ্রিদি, ব্যাটারদের তালিকায় একে বাবর, ভালো খেলেও ভারতীয়রা পিছিয়ে

ODI Rankings-এ বিশাল লাফ দিয়ে শীর্ষে উঠলেন আফ্রিদি, ব্যাটারদের তালিকায় একে বাবর, ভালো খেলেও ভারতীয়রা পিছিয়ে

শাহিন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট করে। বিশ্বকাপে এখনও পর্যন্ত যৌথ ভাবে সর্বোচ্চ উইকেটের মালিক আফ্রিদি। ৭ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। আর বিশ্বকাপের পারফরম্যান্সের হাত ধরেই সাত ধাপ লাফিয়ে তিনি বোলারদের আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন।

একটি ম্যাচই যেন বদলে গিয়েছে পাকিস্তানের নেতিবাচক সব দৃষ্টিভঙ্গি। বদলে গিয়েছে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির গ্রাফটাও। মঙ্গলবারই পাকিস্তানের বিরুদ্ধে দ্রুততম বোলার হিসাবে ১০০ ওডিআই উইকেট নেওয়ার নজির গড়েছেন শাহিন। আর তার পর দিনই তিনি প্রথম বার ওডিআই র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষে উঠে এসেছেন।

পাকিস্তান পরপর চার ম্যাচ হেরে পঞ্চম ম্যাচে জয়ে ফিরেছে মঙ্গলবারই। তবে দল হারলেও, শাহিন কিন্তু নিজের পারফরম্যান্স করে চলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন ৩টি করে উইকেট। বিশ্বকাপে এখনও পর্যন্ত যৌথ ভাবে সর্বোচ্চ উইকেটের মালিক আফ্রিদি। ৭ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। এক ম্যাচ কম খেলে অ্যাডাম জাম্পার উইকেট ১৬টি। আর বিশ্বকাপের পারফরম্যান্সের হাত ধরেই সাত ধাপ লাফিয়ে তিনি বোলারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম বারের মতো শীর্ষে উঠে এসেছেন। ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের দখল নিয়েছেন আফ্রিদি। আর ব্যাটারদের ওডিআই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন পাকিস্তানেরই বাবর আজম।

আরও পড়ুন: কোথায় আকচাআকচি! বাবর আর শাহিনের প্রেমে তোলপাড় নেটপাড়াও

গত সপ্তাহে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোশ হেজেলউড নেমে গিয়েছেন দুই নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭ কমে গিয়েছে। ৬৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন মহম্মদ সিরাজ। তালিকার চার নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। তাঁর রেটিং পয়েন্ট ৬৫১। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ট্রেন্ট বোল্ট। ভারতীয়দের মধ্যে কুলদীপ যাদব রয়েছেন সাতে। তাঁর রেটিং পয়েন্ট ৬৪৬।

আরও পড়ুন: দিল্লি, মুম্বইতে বাড়ছে বায়ুদূষণ, ICC -কে বলে ম্যাচের শেষে বাজি ফাটানো বন্ধ করালেন জয় শাহ

ব্যাটসম্যানদের ওডিআই র‌্যাঙ্কিংয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে পাক অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৮১৮। তাঁর চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার শুভমন গিল। চলতি বিশ্বকাপে এখনও বড় ইনিংস খেলতে পারেননি গিল। ডেঙ্গি থেকে সেরে উঠে মাঠে ফিরে এখনও পর্যন্ত চার ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে শুধু একটি হাফসেঞ্চুরি করেছেন। বাবরও বড় রান পাচ্ছেন না। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে বাবর করেছিলেন মাত্র ৯ রান। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে যদি বড় ইনিংস খেলতে পারেন শুভমন, তবে বাবরকে টপকে যাওয়ার সুযোগ থাকবে তাঁর সামনে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে আছেন কুইন্টন ডি'কক। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৫। চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার (৭৬১) এবং রোহিত শর্মা (৭৪৩)। বিরাট কোহলি সাতে (৭৩৫) রয়েছেন।

ওডিআই র‌্যাঙ্কিংয়ে অলকাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শাকিব আল হাসান। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩১৬। ভারতের কোনও অলরাউন্ডার ওডিআই র‌্যাঙ্কিংয়ে দশের মধ্যে নেই। হার্দিক পান্ডিয়া প্রথম দশ থেকে বেরিয়ে গিয়েছেন। তিনি ১১ নম্বরে নেমে গিয়েছেন। রবীন্দ্র জাদেজা ১৩ নম্বরেই রয়েছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘এই ভালো ছবিটা থাক, আমি জানি…’! অনশনে থাকা অনিকেত ভর্তি সিসিইউতে, লিখলেন কিঞ্জল গভীর রাতে অবস্থার অবনতি, অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতকে ভরতি করা হল হাসপাতালে মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষ্টমী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.