ভারতের সমস্ত ভেন্যুতেই বিশ্বকাপের ম্যাচ চলাকালীন আতশবাজি, লাইট এবং সাউন্ড শো খুব স্বাভাবিক ভাবেই রাখা হয়েছে। মূলত দর্শকদের মনোরঞ্জনের জন্যই এই উৎসবমুখর পরিবেশের আয়োজন করা হচ্ছে। তবে ভারতের ম্যাচের সময় এই আয়োজনের মাত্রা একটু বেশিই থাকে। তবে আতশবাজির জেরে হুহু করে বাড়ছে বাতাসে দূষণের মাত্রা। আর এতে দিল্লি এবং মুম্বাইয়ে বেহাল দশা হচ্ছে। যার জেরে আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলিতে এই নিয়মের পরিবর্তন আসতে চলেছে দিল্লি আর মুম্বইয়ের জন্য।
বায়ুদূষণের মাত্রা ক্রমে বৃদ্ধি পাওয়ার কারণে উভয় শহরেই আতশবাজি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলে দিয়েছেন যে, তিনি বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে কথা বলেছেন এবং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আতশবাজি ফাটানো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্যক্তিপূজোয় মানা করল BCCI, কোহলির জন্মদিনে হচ্ছে না বিরাট উৎসব, থাকবে না ৭০ হাজার মুখোশও
জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আইসিসির কাছে আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি। মুম্বই এবং দিল্লিতে কোনও আতশবাজি প্রদর্শন করা হবে না। কারণ এতে দূষণের মাত্রা বাড়াতে পারে। বোর্ড পরিবেশগত সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বদা আমাদের ভক্ত এবং স্টেকহোল্ডারদের আগ্রহকে সর্বাগ্রে রাখব আমরা।’
গত কয়েক সপ্তাহ ধরে মুম্বইয়ে বায়ুর মানের অবনতি হওয়ার বিষয়ে বোম্বে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত বিবেচনা করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই মুম্বই এবং দিল্লিতে বাতাসের গুণমান সম্পর্কিত জরুরি উদ্বেগের কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: আমার পেশাদারিত্বের অভাব ছিল- নিজের সম্পর্কে কোহলির সাফ স্বীকারোক্তি
জয় শাহ যোগ করেছেন, ‘বিসিসিআই মুম্বই এবং নয়াদিল্লি দুই শহরেরই বায়ুর গুণমানকে ঘিরে জরুরী উদ্বেগ মেনে নিয়েছে। যদিও আমরা ক্রিকেটের উদযাপনের উপযোগী ভাবে আইসিসি বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করছি। এবং আমরা আমাদের সমস্ত স্টেকহোল্ডারদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছি।’
ওয়াংখেড়েতে বিশ্বকাপের আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ৭ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এবং ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল ম্যাচটি ওয়াংখেড়েতে হবে। ভারত তাদের সেমিফাইনাল (যদি তারা যোগ্যতা অর্জন করে) মুম্বইতে খেলবে, যদি না এটি পাকিস্তানের বিপক্ষে হয়। পাকিস্তানের বিপক্ষে ভারত সেমিফাইনাল খেললে, সেটি ইডেনে অনুষ্ঠিত হবে। এদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৬ নভেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে, ভারত অধিনায়ক রোহিত শর্মা মুম্বইয়ের বায়ুদুষণের অবস্থা একটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে শেয়ার করেছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে মুম্বইয়ের আবহাওয়া উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।। CPCB-এর মতে, মঙ্গলবার সকালে মুম্বইতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়িয়েছে ১৬১, যা মাঝারি মানের বিভাগে পড়ে। সোমবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৪৩ এবং রবিবার এটি ১৫২ ছিল।