রবিবার পুরভোটকে কেন্দ্র করে বিভিন্ন বুথে অশান্তির ছবি ধরা পড়েছে। সারাদিন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই চলছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার ১৭টি ওয়ার্ডের ভোটগ্রহণ। শেষলগ্নে পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে ভোটকক্ষের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল। ভাঙচুর করা হল ইভিএম মেশিন। কার্যত সেখানে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ড। ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভোটগ্রহণ কেন্দ্রে বিজেপি ও তৃনমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটকক্ষের ভিতরে ও বাইরে এনিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটে। দু'পক্ষের তান্ডবের জেরে বুথে থাকা ভোটকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করায় বুথ ছেড়ে বেড়িয়ে পড়েন। এই ঘটনায় কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বিজেপি কর্মী নয়ন দাসের অভিযোগ, ‘তৃণমূল আমাদের মারধর করে ছাপ্পা ভোট করেছে। ওরা মেশিন ভাঙচুর করেছে। মহিলাদেরও ছাড়েনি। তাদেরকে মারধর করা হয়েছে।’ অন্যদিকে, তৃণমূল এজেন্টদের পাল্টা অভিযোগ, ‘আমরা কোনও ছাপ্পা ভোট করিনি। বিজেপিই আগে ছাপ্পা মেরেছে। মেয়েদের দিয়ে এই কাজ করানো হয়েছে। আমাদের ও মারধর করা হয়েছে।’