বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > WB Panchayat Election Result 2023: রাজ্যের সব জেলা পরিষদে তৃণমূলের জয়জয়কার, ১৩টি জেলায় বিজেপি পেল শূন্য

WB Panchayat Election Result 2023: রাজ্যের সব জেলা পরিষদে তৃণমূলের জয়জয়কার, ১৩টি জেলায় বিজেপি পেল শূন্য

উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেস সমর্থকদের। (PTI)

দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে জেলা পরিষদ পায়নি বিজেপি।  উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও একই অবস্থা। জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরই ভরসা রেখেছেন। 

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে বাংলায়। এমনকী পুনর্নির্বাচনও শেষ হয়েছে। তারপর ভোটের গণনা শুরু হয়েছিল ৩৩৯ গণনা কেন্দ্রে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হয়। তার পর পঞ্চায়েত সমিতি এবং একবারে শেষে জেলা পরিষদের ভোট গণনা হয়েছে। বুধবার জেলা পরিষদের ফলাফল আসতে শুরু করে। দুপুরের মধ্যেই গোটা চিত্রটি পরিষ্কার হয়ে যায়। যদিও এখন কিছু জেলা পরিষদের গণনা চলছে। এই আবহে রাজ্যের ১৩টি জেলায় শূন্য হয়ে গেল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী, রাজ্যের ১৩টি জেলার জেলা পরিষদে ধরাশায়ী হয়ে পড়েছে গেরুয়া শিবির। খাতা খুলতে পারেনি তারা। তার মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল, উত্তরবঙ্গের চার জেলাতেও কুপোকাত বিজেপি।

এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে পদ্মের ফলন দেখা গিয়েছিল। যা একুশের বিধানসভা নির্বাচনে খানিকটা উদ্ধার করতে পেরেছিল ঘাসফুল শিবির। আর এবারের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের শক্তিশালী ঘাঁটিতেই চারটি জেলায় জেলা পরিষদের কোনও আসনে জয় পেল না বিজেপি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তারপরও জেলা পরিষদে খাতা খুলতে পারল না বিজেপি। সুতরাং বুকভরা শূন্যতা বিরাজ করছে তাদের মধ্যে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর নিজের জেলা বলেই পরিচিত। সেখানেও বিজেপি শূন্য।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে জেলা পরিষদ পায়নি বিজেপি। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও একই অবস্থা। এখানকার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরই ভরসা রেখেছেন। আর ২০টি জেলা পরিষদের মধ্যে ২০টিতেই জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে প্রায় অর্ধেক জেলা পরিষদে বিরোধীরা কোনও আসন জিততে পারেনি। তবে কোনও কোনও জেলা পরিষদে বিরোধীরা দুটো অথবা তিনটে আসনে জিতেছেন।

আরও পড়ুন:‌ এখনই গ্রেফতার করা যাবে না নওশাদকে, রক্ষাকবচ দিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের

আর কোথায় জিতেছে শাসকদল?‌ অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূম, শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর এবং অধীর চৌধুরীর মুর্শিদাবাদেও ঘাসফুলের দাপট দেখা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ১৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু বাকি সব আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান—জেলাগুলি বিরোধী শূন্য জেলা পরিষদ জিতেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ফলাফল যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ভোটযুদ্ধ খবর

Latest News

‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার এবার বাইরের তিন চিকিৎসককে তলব করল সিবিআই!‌ আরজি কর কাণ্ডে নয়া মোড় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট জম্মু-কাশ্মীরের প্রথম দফার নির্বাচন দেরিতে বেতন আসবে উৎসবের মাসে? পুজোর আগে ‘খারাপ’ ইঙ্গিত পেলেন শিক্ষকরা! ‘DA কম….’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.