২০২৪ লোকসভা নির্বাচনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে শাসকদল বিজেপি এবং বিরোধীরা। বিজেপিকে গদিচ্যুত করতে দেশের তাবড় বিরোধী দলগুলি একত্রিত হয়েছে। পটনার পর বেঙ্গালুরুতে মিলিত হতেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, লালু প্রসাদ যাদব, নীতীশ কুমাররা। বেঙ্গালুরুতে আজ বিরোধীদের বৈঠকের দ্বিতীয় দিন। দিল্লিতে আবার আজ এনডিএ-এর ৩৮টি দলের বৈঠক। কোন শিবিরে আছে কোন দল? একনজরে দেখে নিন তালিকা… (দিল্লিতে এনডিএ-র বৈঠক এবং বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের যাবতীয় লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)
বিজেপি বিরোধী জোটের ২৬টি দল:
১. কংগ্রেস
২. তৃণমূল কংগ্রেস
৩. দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে)
৪. আম আদমি পার্টি
৪. জনতা দল (ইউনাইটেড)
৬. রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)
৭. ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)
৮. জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)- শরদ পাওয়ারের গোষ্ঠী
৯. শিবসেনা (উদ্ধব ঠাকরেপন্থী)
১০. সমাজবাদী পার্টি
১১. রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)
১২. আপন দল (কামেরওয়াড়ি)
১৩. জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স
১৪. পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)
১৫. ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএম
১৬. ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)
১৭. ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই-এমএল
১৮. বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি)
১৯. অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক
২০. মারুমলার্চি দ্রাবিড় মুনেত্র কাজগাম (এমডিএমকে)
২১. বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে)
২২. কঙ্গুনাডু মাক্কাল দেশিয়া কাচি (কেএমডিকে)
২৩. মানিথানেয়া মক্কাল কাচি (এমএমকে)
২৪. ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)
২৫. কেরল কংগ্রেস (এম)
২৬. কেরল কংগ্রেস (জোসেফ)
এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) :
১. ভারতীয় জনতা পার্টি
২. শিবসেনা (একনাথ শিন্ডের গোষ্ঠী)
৩. জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (অজিত পওয়ারের গোষ্ঠী)
৪. রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (পশুপতি কুমার পরসের নেতৃত্বাধীন)
৫.অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে)
৬. আপন দল (সোনিলাল)
৭. ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)
৮. জাতীয়তাবাদী গণতান্ত্রিক প্রগতিশীল দল (এনডিপিপি)
৯. সমস্ত ঝাড়খণ্ড ছাত্র ইউনিয়ন (আজসু)
১০. আইও সিকিম ক্রান্তিকারি মোর্চা
১১. মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)
১২. আদিবাসী জনতা ফ্রন্ট অফ ত্রিপুরা
১৩. নাগা পিপলস ফ্রন্ট, নাগাল্যান্ড
১৪. রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আঠাওয়ালে)
১৫. অসম গণ পরিষদ
১৬. পাট্টালি মক্কল কাচি (পিএমকে)
১৭. তামিল মানিলা কংগ্রেস (টিএমসি)
১৮. ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল
১৯. সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি
২০. শিরোমণি আকালি দল (সংযুক্ত)
২১. মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি
২২. জননায়ক জনতা পার্টি
২৩. প্রহর জনশক্তি পার্টি
২৪. রাষ্ট্রীয় সমাজ পক্ষ
২৫. জন সুরাজ্য শক্তি পার্টি
২৬. কুকি পিপলস অ্যালায়েন্স
২৭. ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (মেঘালয়)
২৮. পার্বত্য রাজ্য পিপলস ডেমোক্রেটিক পার্টি
২৯. নিষাদ পার্টি
৩০. সর্বভারতীয় এনআর কংগ্রেস
৩১. হাম
৩২. জনসেনা দল
৩৩. হরিয়ানা লোকহিত পার্টি
২৪. ভারত ধর্ম জনসেনা
৩৫. কেরল কামরাজ কংগ্রেস
৩৬. পুঠিয়া তামিলগাম
৩৭. লোক জনশক্তি দল (রাম বিলাস পাসওয়ান)
৩৮. গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট