SSC দুর্নীতিতে আদালতের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরিহারা হওয়ার পর যখন চরমে রাজনৈতিক তরজা তখন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র দাবি করেন, তৃণমূলে থাকাকালীন পরিচিতদের চাকরি দিতে ৮ লক্ষ টাকা করে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। সৌমিত্রর দাবিতে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।
আরও পড়ুন: ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা
পড়তে থাকুন: ‘এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’, আশঙ্কা প্রকাশ প্রধানমন্ত্রীর
বিস্ফোরক দাবি সৌমিত্রর
বুধবার বাঁকুড়ার রতনপুরে এক নির্বাচনী সভায় বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, ‘২০১৭ সালে আমি যখন তৃণমূলে ছিলাম তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়েকটা ছেলের চাকরির জন্য বলেছিলাম। অভিষেক আমাকে তাঁর ভাই আকাশের কাছে পাঠান। আমি আকাশকে গিয়ে বললাম, অভিষেক দা কয়েকজনের চাকরি করে দিতে বলেছেন। ব্যবস্থা করা যাবে কি? একথা শুনে আকাশ আমাকে বলেন, ’দাদা তোমার কাছ থেকে বেশি নেব না। ক্যান্ডিডেট পিছু ৮ লক্ষ আমার আর ২ লক্ষ তোমার। এরকম ১০০ ক্যান্ডিডেট আমাকে এনে দেও।
আরও পড়ুন: 'কী কী কাজ করেছেন প্রচার করছেন না কেন?' ভোটারের প্রশ্নে মেজাজ হারিয়ে অগ্নিশর্মা শতাব্দী!
অস্বীকার তৃণমূলের
সৌমিত্রর অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, এসব কথার কোনও ভিত্তি নেই। ভোটের মুখে প্রচারে থাকতে এসব বলছেন সৌমিত্র।
সোমবার এক ঐতিহাসিক রায়ে ২০১৬ SSC নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে মোট ১৭ রকম উপায়ে দুর্নীতি হয়েছে। রায়ে আদালত উল্লেখ করেছে, যোগ্য প্রার্থীদের তালিকা SSC আদালতে জমা না দেওয়ায় গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে তারা। এরই মধ্যে চাকরির জন্য সরাসরি অভিষেকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ করলেন সৌমিত্র।