কিছুদিন আগে ভারতের সংবিধানকে বদলে ফেলার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন কর্ণাটকের বিদায়ী সাংসদ অনন্ত কুমার হেগড়ে। এবার ফের ভারতীয় সংবিধানকে বদলে হিন্দু রাষ্ট্রে পরিণত করার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী জ্যোতি মির্ধা। রাজস্থানের নাগৌর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন জ্যোতি। লোকসভার প্রচারে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস প্রার্থী শশী থারুর থেকে শুরু করে মিম প্রধান আসাদুদ্দিন ওআইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তীব্র নিন্দা করেছেন।
আরও পড়ুন: ‘আমরা খুব সাধারণ পরিবারের’, কয়লা দুর্নীতির অভিযোগ উঠতেই মন্তব্য নবীন জিন্দালের
কী বলেছেন বিজেপি প্রার্থী?
জ্যোতি মির্ধার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। কংগ্রেসের প্রবীণ নেতা পিএল পুনিয়া সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে মির্ধাকে সংবিধানে পরিবর্তন করার কথা বলতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘জাতির স্বার্থে দেশের অন্দরে বদলের প্রয়োজন। এর জন্য দেশের সংবিধানকে পরিবর্তন করতে গেলে রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষেই বিজেপির সদস্যদের বেশি সংখ্যায় প্রয়োজন। তাই বিজেপিকে ভোট দিন।’ উল্লেখ্য, কিছুদিন আগেই অনন্ত হেগড়েও একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘বিজেপি লোকসভা নির্বাচনে ৪০০ টি আসন পেলে তবে সংবিধান পরিবর্তন করা হবে।’ কেন বিজেপি সংবিধান পরিবর্তন করতে চায়? তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অনন্ত হেগড়ের পরে আরেকজন বিজেপি প্রার্থী বলেছেন যে সংবিধান পরিবর্তন করা দরকার এবং কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার। প্রধানমন্ত্রী মোদী কি সংরক্ষণ উঠিয়ে দিতে চান?’ ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে বলেন, ‘প্রধানমন্ত্রী সংবিধানে কী পরিবর্তন চান তা ব্যাখ্যা করুন। তারা কি কাশ্মীরের মতো রাজ্যগুলির মর্যাদা বাদ দিতে চান? জাতপাতের ভিত্তিতে কি সংরক্ষণ বাতিল চান? মোদীজি কি সংসদীয় গণতন্ত্রকে প্রেসিডেন্সিয়াল গণতন্ত্রে পরিণত করতে চান?’
তিনি আরও লেখেন, ‘বিজেপি এবং অন্যান্য জোট সঙ্গীরা যদি সংবিধান নিয়ে এত বিরক্ত হয় তবে তারা কেন সংবিধানের অধীনে ক্ষমতা পেতে চায়?’ প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ করে তিনি লেখেন, ‘চিনের কাছ থেকে জমি ফিরিয়ে নেওয়াও একটি কঠিন সিদ্ধান্ত এবং এর জন্য সংবিধান পরিবর্তন করার দরকার নেই। এর জন্য প্রয়োজন সাহস এবং ইচ্ছাশক্তির।’
অন্যদিকে, শশী থারুর বলেন, ‘অনন্ত হেগড়ে আগে এরকম মন্তব্য করায় তাঁকে প্রার্থীর তালিকা থেকে বাদ দিয়েছিল বিজেপি। এখন বিজেপির আরেক প্রার্থী খোলাখুলিভাবে বলেছেন যে বিজেপির লক্ষ্য সংবিধান পরিবর্তন করা।’