বিজেপির বুলডোজার নীতির বিরুদ্ধে বরাবরই সরব থেকেছে কংগ্রেস। নির্বাচনী ইস্তেহারেও বুলডোজার চালানো বন্ধের ওপর জোর দিল কংগ্রেস। নির্বাচনের আগে গতকাল ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। তাতে সংখ্যালঘুদের সুরক্ষা এবং কল্যাণের উপরে যেমন জোর দেওয়া হয়েছে তেমনি ইস্তেহারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, তারা প্রেম, বিয়ে এবং খাদ্যের ওপর হস্তক্ষেপ করবে না।
কংগ্রেস তাদের ইস্তেহারের নাম দিয়েছে ’ন্যায় পত্র’। এই ইস্তেহারে ৫ টি ন্যায় এবং ২৫টি গ্যারান্টি রয়েছে। ইস্তেহারে কংগ্রেস দাবি করেছে তারা ঘৃণ্য বক্তব্য, ঘৃণামূলক অপরাধ এবং সাম্প্রদায়িক সংঘর্ষ শক্ত হাতে দমন করবে। এর পাশাপাশি নির্মমভাবে গণপিটুনি এবং পুলিশ এনকাউন্টারের মাধ্যমে হত্যার নিন্দা করেছে কংগ্রেস। এগুলি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, এভাবে মুসলমানদের ভয় দেখানো হচ্ছে। ইস্তেহারে কংগ্রেস দাবি করেছে, এক্ষেত্রে দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রায়ই বুলডোজার দিয়ে অপরাধের প্রমাণ ছাড়াই সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এটি শুরু হয় উত্তরপ্রদেশে। তারপরে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও তা ছড়িয়ে পড়ে। কংগ্রেসের ইস্তেহারে এই বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছে। কংগ্রেস দাবি করেছে, তারা ক্ষমতায় এলে এভাবে অহেতুক বুলডোজার চালানো বন্ধ করবে।
এর পাশাপাশি অনেক লাভ জিহাদের মতো ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে হত্যার মতো ঘটনারও অভিযোগ উঠেছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের অভিযোগ বেশি। সে বিষয়টিও স্থান পেয়েছে কংগ্রেসের ইস্তেহারে। তাতে কংগ্রেস জানিয়েছে, তারা প্রেম এবং বিয়েতে হস্তক্ষেপ করবে না। কংগ্রেস আরও বলেছে, খাদ্য এবং পোশাকের ব্যক্তিগত পছন্দ এবং ব্যক্তিগত স্বাধীনতায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করে এমন সমস্ত আইন বাতিল করবে।
এছাড়াও ইস্তেহারে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ বাড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি সমলিঙ্গে বিবাহের বিষয়টিও স্থান পেয়েছে কংগ্রেসের ইস্তেহারে। সেক্ষেত্রে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে দেশে সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া হবে।